



মহুয়ার ট্যুইট
সাশ্রয় নিউজ ★ কলকাতা : কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ঘিরে ঘুষকাণ্ডের অভিযোগ ওঠে। মহুয়া তাঁর এক্স হ্যাণ্ডলে জানান, তিনি এ বিষয়ে সিবিআই-এর প্রশ্নের জাবাব দেওয়ার জন্য প্রস্তুত। এথিক্স কমিটির প্রশ্নের মুখোমুখি হতেও প্রস্তুত বলে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ জানান। তিনি এক্স হ্যাণ্ডলে লেখেন, ‘সিবিআই বা এথিক্স কমিটির যে কোনও প্রশ্নের জবাব দিতে রাজি। যখন ডাকবে তখনই যেতে রাজি। যদিও সেই এথিক্স কমিটিতে বিজেপি সাংসদরাই সংখ্যাগরিষ্ঠ।’ উল্লেখ্য যে, মহুয়া মৈত্র-এর ঘুষকাণ্ড সংবাদ মাধ্যমে চাউর হতেই আক্রমণ শাসক-বিরোধী দলগুলির ভেতর বাক্ যুদ্ধ শুরু হয়।
-ফাইল ছবি
