



প্রকাশিত হল সৃষ্টি পত্রিকার শারদীয় সংখ্যা
রাজেশ চন্দ্র দেবনাথ ★ আগরতলা : গতকাল ১৪ অক্টোবর শনিবার মহালয়ার পুণ্য লগ্নে বিলোনীয়া প্রেসক্লাব-এর কনফারেন্স হলে প্রকাশিত হয়ে গেল সৃষ্টি পত্রিকার শারদীয় ১১তম সংখ্যার। বিগত এগার বছর ধরে ধারাবাহিকতার সঙ্গে এই পত্রিকাটি প্রকাশ হয়ে আসছে। এদিনের অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুভাষ দাস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ড. মঞ্জু দাশ, বিশেষ অতিথি ডাঃ অচিন্ত্য পাল, ড. শিবকান্ত দাস ও কবি অভীককুমার দে। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও প্রাবন্ধিক চন্দন পাল। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী সুস্মিতা চক্রবর্তী, এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন শিল্পী জয়দীপ রায়, লোকশিল্পী বাদল দাস ও তৃপ্তগীতি দল গান পরিবেশন করেন। পত্রিকাটির এবারের শারদ সংখ্যায় ১৩৫ জন কবি, লেখক, ছড়াকার, প্রাবন্ধিক ও গল্পকার লিখেছেন। অনুষ্ঠানে সুদূর ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত সাহিত্য অনুরাগী কবি লেখকদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ রাখেন পত্রিকার সম্পাদক শ্রীমান দাস। সকাল এগারটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সারাদিন অনুষ্ঠান চলে। এদিনের অনুষ্ঠানে কবি অভীককুমার দে সম্পাদিত ডোল কবিতা পত্রিকার আবরণ উন্মোচন করেন অতিথিরা।
