Sasraya News

Thursday, March 13, 2025

LokSabha Polls 2024 Phase 5: বেধড়ক মার খেলেন বিজেপি কর্মী

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কল্যাণী : পঞ্চমদফা (LokSabha Polls 2024 Phase 5) ভোটের দিন বেধড়ক মার খেলেন দুই বিজেপি কর্মী। ঘটনা কল্যাণীর গয়েশপুরের। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের লোকজন বুথে ভোটারদের ঢুকতে বাধা সৃষ্টি করে। তার প্রতিবাদ করায় বিজেপির শহর মণ্ডল সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাস ও আরও এক বিজপি কর্মী তৃণমূল কংগ্রেসের লোকজনের বেধড়ক মারে গুরুতর আহত হন। পুলিশ ওই দুইজনকে কল্যাণী এইমস-এ নিয়ে যায়। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস। কল্যাণী এইমস-এ আহত বিজেপি কর্মীদের দেখতে যান বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। ঘটনার রিপোর্ট তলব নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ছবি : প্রতীকী 

আরও পড়ুন : Serampore Loksabha : কল্যাণকে বুথে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment