



‘পশ্চিমবঙ্গের ভোট রাজনীতির কড়চা’ -এর সজকে ষষ্ঠ পর্ব। কলম ধরলেন বাংলার রাজ্য রাজনীতি নিয়ে সাশ্রয় নিউজ এর পক্ষে প্রতিবেদক : অগ্নি প্রতাপ
মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বহরমপুর লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি প্রায় ১৪ শতাংশ এবং মুসলিম সংখ্যালঘু ৫০ শতাংশ। অন্যান্য ধর্মীয় ৫ শতাংশ।
এই কেন্দ্রে জাতীয় কংগ্রেসের ১৭ তম লোকসভার দলনেতা ও বর্তমান প্রদেশ সভাপতি মাননীয় অধীর রঞ্জন চৌধুরী (বহরমপুরের রবিনহুড নামে বিখ্যাত) প্রার্থী যিনি এর আগে টানা পাঁচবার এই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন। ২০১২ সালে ২৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয় ড. মনমোহন সিংজির সরকারে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্বভার সামলেছেন।
______________________________________________
জেলার বড়ঞা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত, হুমায়ুন কবিরের সাম্প্রদায়িক বক্তব্য, প্রতিবাদে সামিল বেলডাঙ্গা ভারত সেবাশ্রমের মহারাজ। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস জর্জরিত বিরোধীদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে।
______________________________________________
২০১৯ সালে ২৬ জুলাই ১৭টি লোকসভা জন অ্যাকাউন্ট কমিটি চেয়ারম্যান পদে মাননীয় অধীর রঞ্জন চৌধুরীকে নিয়োগ করা হয়েছিল।
দক্ষ সংগঠক এবং কাজের মানুষ হিসেবে তিনি পরিচিত। তাঁর নির্বাচন কেন্দ্র বহরমপুরের জন্য সুনামের সঙ্গে কাজ করে চলেছেন।
অধীর বাবুর কয়েকটি উল্লেখযোগ্য কাজ-
সর্বপ্রথম আসে
১) নারী নিরাপত্তা। নারীদের প্রতি সম্মান ও সুরক্ষার জন্য তিনি বহরমপুরবাসীর কাছে আজও সম্মানীয়।
২) বহরমপুরের রাস্তাঘাটের প্রভূত উন্নয়ন।
৩) বহরমপুর পৌরসভার নাগরিক পরিষেবার মান যথেষ্ট উন্নত।
৪) বহরমপুরবাসীর জন্য পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা গ্রহণ।
৫) আধুনিক বাস টার্মিনাস যা বহরমপুরবাসীকে যোগাযোগের নতুন দিশা দেখিয়েছে।
৬) বহরমপুর চোঁয়াপুর ওভার ব্রীজ। এছাড়াও অনেক কাজ তিনি করেছেন।
আরও পড়ুন : Heeramandi : The Diamond Bazaar : নেটাগরিকদের ঠাণ্ডা জবাব শারমিনের
তাঁর গৃহীত উন্নয়নমূলক কর্মের কারণে কেন্দ্রে জাতীয় কংগ্রেসের বিপর্যয়ের পরেও তিনি তাঁর গড় ধরে রাখতে সক্ষম হয়েছেন।
আরও পড়ুন : Loksabha Election 2024 : পশ্চিমবঙ্গের ভোট রাজনীতির কড়চা-৪
তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের একজন ক্রিকেটার হিসেবে ইউসুফ পাঠানকে সবাই চেনেন। রাজনীতির আঙিনায় তিনি এই প্রথম পা রাখলেন। এবং এমন একটি সময় তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হলেন যেখানে কমবেশি সর্বক্ষেত্রে দুর্নীতি, স্বজন পোষণ, তোলাবাজি, অবৈধ প্রমোটারি, সন্ত্রাসের বাতাবরণ, জেলার বড়ঞা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত, হুমায়ুন কবিরের সাম্প্রদায়িক বক্তব্য, প্রতিবাদে সামিল বেলডাঙ্গা ভারত সেবাশ্রমের মহারাজ। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস জর্জরিত বিরোধীদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে।
অপরদিকে এই বহরমপুর লোকসভা কেন্দ্র প্রার্থী ডাক্তার নির্মল কুমার সাহা। তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পরিবারের একজন। দীর্ঘ ৩৩ বছর যাবৎ বহরমপুরের মাটিতে সুনামের সঙ্গে পেশা চালিয়ে যাচ্ছেন। তিনি যথেষ্ট ভদ্র এবং নম্র বলেই পরিচিত। তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলার নেই।
২০১৯ সালে বহরমপুর লোকসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী ৪৫.৪৭ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন।
অপরদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার ৩৯.২৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন।
গত ১৩ মে ২০২৪, চতুর্থ দফা লোকসভা নির্বাচন রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণের ফলে দেখা যাচ্ছে যে, জাতীয় কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী সম্ভাব্য জয়ী হবার সম্ভাবনা ৭০ শতাংশ। তার সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় সেটা হল, ক্রিকেটার হিসেবে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান দলীয় এবং নিজ ইমেজকে কাজে লাগিয়ে বেশি পরিমাণ মুসলিম ভোট শতাংশ টানতে সক্ষম হলে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডাক্তার নির্মল কুমার সাহার জয় নিশ্চিত করতে সাহায্য করবেন।
ছবি : আন্তর্জলিক
আরও পড়ুন : Loksabha Election 2024 : পশ্চিমবঙ্গের ভোট রাজনীতির কড়চা ৫
