Sasraya News

Thursday, March 13, 2025

Loksabha Election 2024 : পশ্চিমবঙ্গের ভোট রাজনীতির কড়চা ১০ 

Listen

‘পশ্চিমবঙ্গের ভোট রাজনীতির কড়চা’ -এর দশম    পর্ব। কলম ধরলেন বাংলার রাজ্য রাজনীতি নিয়ে সাশ্রয় নিউজ এর পক্ষে প্রতিবেদক অগ্নি প্রতাপ

 

 

১৯৩৭ সালে হাওড়া জেলা একটি স্বতন্ত্র জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। বৃহৎ ও মাঝারি শিল্পের জন্য এই জেলা বিখ্যাত।কার্পাস বয়ন,পাট, ধাতু শিল্প, কাগজ প্রভৃতিতে বিশেষভাবে সমৃদ্ধ। এই জেলার অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র মঙ্গলা-হাট। আচার্য জগদীশচন্দ্র বসুর বোটানিক্যাল গার্ডেন ও স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের বেলুড় মঠ জেলার প্রধান পর্যটন কেন্দ্র। 

 

 

এই হাওড়া জেলার দুটি লোকসভা কেন্দ্র ১) হাওড়া, ও ২) উলুবেড়িয়া।

 

 

হুগলি নদীর তীরে ৫০০ বছরের পুরনো শহর আইকনিক হাওড়া ব্রিজ,সমষ্টি এবং অপরিকল্পিত, ঘনবসতিপূর্ণ বাসস্থান, ভারতের মধ্যে অন্যতম বৃহত্তম রেল টার্মিনাসের জন্য পরিচিত।

 

 

হাওড়া লোকসভা কেন্দ্রে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি প্রায় ১৫ শতাংশ। মুসলিম সংখ্যালঘু ২৬.২১ শতাংশ। এই কেন্দ্রে হিন্দি ভাষী একটা বড় অংশ রয়েছে।

 

 

২০১৩ সালে হাওড়া লোকসভা উপনির্বাচনে প্রাক্তন ফুটবলার প্রসুন বন্দোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্বাচিত হন এবং একটানা শেষ দু’টি লোকসভা কেন্দ্র থেকে জিতে আসছেন।

 

 

২০১৯ সালে লোকসভা নির্বাচনে প্রসুন বন্দোপাধ্যায় ৪৭.১৮ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন। বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত ৩৮.৭০ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন।

 

 

২০২৪ লোকসভা নির্বাচনে বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার রথীন চক্রবর্তী বিজেপি প্রার্থী।

 

 

বিরোধীদের প্রধান ইস্যু, বেহাল রাস্তাঘাট, যানজট, অপরিচ্ছন্ন নর্দমা, পানীয় জলের অভাব, একের পর এক শিল্প বন্ধ হয়ে যাওয়ায় কর্মস্থান দিন দিন কমছে, রাজনৈতিক মদতে চলছে বেআইনি নির্মাণ।এছাড়াও রাজনৈতিক ইসু গুলোতে রয়েছে। 

 

 

২০১৬ সাল বিধানসভা নির্বাচনের আগে নারদা ঘুষ কাণ্ডে যে ভিডিওটি প্রকাশ করা হয়েছিল তাতে তৃণমূল কংগ্রেসের উচ্চপদস্থ নেতা মন্ত্রী, আমলার সঙ্গে প্রসুন ব্যানার্জিকেও নগদ অর্থ গ্রহণ করতে দেখা যায়। এই পুরো স্টিং অপারেশনটি ম্যাথু সামুএলের দ্বারা পরিচালিত।

 

 

২০২৩ সালে রামনবমীর মিছিল কে কেন্দ্র করে এই হাওড়া লোকসভা কেন্দ্রে সংঘর্ষ হয়েছিল।

গত ২০ শে মে ২০২৪ পঞ্চম দফা লোকসভা নির্বাচনে রাজনৈতিক বিশ্লেষণ হলো, যদি বড় কোনও বিপর্যয় না ঘটে, মেরুকরণের ভোট শতাংশের প্রভাব থাকলেও এগিয়ে রয়েছেন প্রাক্তন ফুটবলার ৫১ শতাংশ।

 

 

উলুবেরিয়া লোকসভা 

 

হাওড়া জেলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা হল উলুবেরিয়া। এটি একটা সময় বামফ্রন্টের দুর্জয় ঘাঁটি বলে পরিচিত ছিল। ১৯৮০ সাল থেকে টানা বামফ্রন্টের দখলে ছিল। ২০০৯ সাল সুলতান আহমেদ তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রথম এই কেন্দ্রে জিতে ঘাস ফুল ফোটান। সুলতান আহমেদের আকস্মিক মৃত্যুর পর ২০১৮ সালে লোকসভা উপনির্বাচনে তার স্ত্রী সাজদা আহমেদকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করে এবং বিজয়ী হন। ২০১৯ সালেও সাজদা আহমেদ ৫৩ শতাংশ ভোট পেয়ে সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। যেখানে বিজেপি প্রার্থী জয় ব্যানার্জি ৩৬.৫৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন।

 

 

এই কেন্দ্রে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ১৯ শতাংশ। মুসলিম সংখ্যালঘু প্রায় ৩০ শতাংশ।

 

 

২০২৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী ছাত্র রাজনীতি থেকে শুরু করে দলীয় রাজনীতিতে পদার্পণের সঙ্গে সঙ্গে দীর্ঘদিনের পার্টি কর্মীকে জেতাতে এই কেন্দ্রে সাংগঠনিকভাবে পিছিয়ে থাকলেও প্রচণ্ড পরিশ্রম করে চলেছেন।

 

 

বর্তমান রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিরোধীদল সর্বস্তরে দুর্নীতি, সন্ত্রাসের বাতাবরণ, ভোট লুটপাট, শাসকের তোষণ এবং শোষণ নীতি এবং অন্যান্য ইসুগুলো নিয়ে আক্রমণ চালাচ্ছে তার সঙ্গে সঙ্গে কর্মসংস্থান নিয়ে মানুষের মনের ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। 

 

 

 

গত ২০ মে ২০২৪ পঞ্চম দফা উলুবেরিয়া লোকসভা এই কেন্দ্রে মুসলিম সংখ্যা লঘু শতাংশ অনেকটাই তাই ২০২৪ লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূলকংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ পুনরায় জয়ী হওয়ার সম্ভাবনা ৫৫ শতাংশ।

 

ছবি : আন্তর্জালিক 

আরও খবর :  Loksabha Election 2024 : পশ্চিমবঙ্গের ভোট রাজনীতির কড়চা ৯ 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment