



‘পশ্চিমবঙ্গের ভোট রাজনীতির কড়চা’ -এর, পঞ্চদশ পর্ব। কলম ধরলেন বাংলার রাজ্য রাজনীতি নিয়ে সাশ্রয় নিউজ এর পক্ষে প্রতিবেদক অগ্নি প্রতাপ
যাদবপুর লোকসভা কেন্দ্র
দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত যাদবপুর লোকসভা কেন্দ্র কলকাতার উপকণ্ঠে অবস্থিত। যাদবপুর বিশ্ববিদ্যালয় এই কেন্দ্রের অন্তর্গত হওয়ায় রাজনীতিতে বাম থেকে ডান সবেতেই প্রভাব লক্ষণীয়। ১৯৭৭ সালে এই কেন্দ্রটি গঠিত হয়। ১৯৮৪ সালে এই যাদবপুর কেন্দ্র থেকে জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়ে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার সাংসদ নির্বাচিত হন।
এই লোকসভা ভোটকে কেন্দ্র করে সব থেকে বড় চমক হল তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং সিপিআই(এম) নতুন প্রার্থী মনোনীত করেছেন।
যাদবপুর লোকসভা কেন্দ্রে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ২৫ শতাংশের বেশি। সংখ্যালঘু ২২ শতাংশ বেশি।
এই যাদবপুর কেন্দ্রে এখন ভীষণভাবে চর্চিত। বিরোধীদের অভিযোগ তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ তিনি শিবলিঙ্গের ওপর জন্ম নিরোধক পরিয়ে সনাতন ধর্ম এবং সনাতন ধর্মে বিশ্বাসী মানুষকে আঘাত করেছেন।
আরও পড়ুন : Loksabha Election 2024 : পশ্চিমবঙ্গের ভোট রাজনীতির কড়চা ৮
বারংবার নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, কয়লা, গরু পাচার, সন্দেশখালি বিভিন্ন ইস্যুতে শাসককে লাগাতার আক্রমণ করে যাচ্ছে বিরোধীরা।
২০১৯ সালে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী ৪৭.৯১ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। বিজেপি প্রার্থী অনুপম হাজরা ২৭.৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। সিপিআই (এম) প্রার্থী বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ২১.০৪ শতাংশ ভোট পেয়েছিলেন।
২০২৪ সালে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নি ঘোষ। বিজেপি প্রার্থী ডাক্তার অনির্বাণ গঙ্গোপাধ্যায়। সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য।
গত ১ লা জুন ২০২৪ সপ্তম দফা যাদবপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ ভীষণভাবে নির্ণায়ক ভূমিকা নিতে যাচ্ছে। এই কেন্দ্র থেকে ওপরে উল্লেখিত রাজনৈতিক দলের প্রার্থী জয়ী হতে পারেন।
কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র
পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর। হুগলি নদীর পূর্বপাড়ে অবস্থিত এই কলকাতা শহর। পূর্ব ভারতের শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতি প্রধান কেন্দ্র। কলকাতা বন্দর ভারতের প্রাচীনতম বন্দর। দক্ষিণ এশিয়ায় তৃতীয় বৃহৎ অর্থনীতির শহর। সুতানুটি, ডিহি কলকাতা ও গোবিন্দপুর তিনটি গ্রাম কলকাতা শহরটি গড়ে ওঠার পেছনে।
১৬৯০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করার অনুমতি পান দায়িত্বপ্রাপ্ত নবাবের কাছ থেকে। ১৭৫৬ সালে নবাব সিরাজদৌল্লা কলকাতা জয় করেন আর পরের বছরই ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুনরায় দখল করে। ১৭৭২ সাল থেকে ১৯১১ সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল এই কলকাতা। বাংলায় যে নবজাগরণ হয়েছিল তার আঁতুর ঘর ছিল এই কলকাতা। যুগ যুগ ধরে ভারতের সাংস্কৃতিক রাজধানী বলে পরিচিত।১৯২১ সালে যুক্তরাজ্যের সম্রাজ্ঞী ভিক্টোরিয়া স্মৃতিসৌধ হিসেবে স্থাপিত হয়েছিল। ১৯২৩ সালে কলকাতা পৌর সংস্থা স্থাপন করা হয়। কলকাতা কে নিয়ে রচনা করা হয়েছিল “সিটি অফ জয় ” বাংলায় “আনন্দ নগরী”। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় এই শহরের বিশেষ ভূমিকা ছিল।
রবীন্দ্রনাথ ঠাকুর,নেতাজি সুভাষচন্দ্র বসু, সত্যজিৎ রায়,কাজী নজরুল ইসলাম,সত্যেন্দ্রনাথ বসু ,রাজা রামমোহন রায় মতো বরেণ্য ব্যক্তিদের কর্মভূমি কলকাতা তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিশ্ববাসীর চোখে মর্যাদার আসনে অধিষ্ঠিত। ১৯৪৭ সালে ভারতবর্ষ ভাগের ফলে পশ্চিমবঙ্গের রাজধানী হয় কলকাতা।
২০০২ সালে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র গঠিত হয়। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ৬ শতাংশ। মুসলিম সংখ্যালঘু ২১ শতাংশ।
কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তাপস রায়। বরানগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন তিনি।লোকসভা ভোটের আগে তিনি বরানগর বিধানসভা কেন্দ্র এবং তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগদান করেন।
এই লোকসভা কেন্দ্রে প্রধান ইস্যু হল-
১) সদ্য বাতিল হওয়া হাইকোর্টের নির্দেশে ২০১০ সাল থেকে ওবিসি সার্টিফিকেট।
২) গরমকালে পানীয় জলের সংকট।
৩) বর্ষাকালে রাস্তায় জল জমা।
৪) রাস্তায় সর্বসাধারণের জন্য প্রয়োজনীয় পানীয় জলের ব্যবস্থা না থাকা।
৫) বস্তি সমাধান না হওয়া।
৬) নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি ইত্যাদি।
৭) রোজভ্যালি কাণ্ডে কেন্দ্রীয় এজেন্সি দ্বারা গ্রেফতার।
আরও পড়ুন : Loksabha Election 2024 : পশ্চিমবঙ্গের ভোট রাজনীতির কড়চা ১০
টানা তিনবারের কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।২০১৯ সালে লোকসভা ভোটে সুদীপ বন্দ্যোপাধ্যায় ৪৯.৯৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। বিজেপি প্রার্থী রাহুল সিনহা ৩৬.৫৯ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন।
গত ১ জুন ২০২৪ কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে লড়াই মূলত বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস। বাম কংগ্রেস জোট প্রার্থী প্রাক্তন রাজ্য সভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য এই ভোটে জয়ী প্রার্থীর হয়ে নির্ণায়ক ভূমিকা নেবেন।
আরও পড়ুন : Loksabha Election 2024 : পশ্চিমবঙ্গের ভোট রাজনীতির কড়চা ১২
কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র
২০০২ সালে কলকাতা দক্ষিণ লোকসভা গঠিত হয়।
এই লোকসভা কেন্দ্রটি রাজনৈতিকভাবে ভীষণ তাৎপর্যপূর্ণ কারণ এই লোকসভায় বহু রাজনৈতিক ব্যক্তিদের উত্থান এবং পতনের সাক্ষী।
১৯৭১ সালে প্রয়াত জাতীয় কংগ্রেস নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সি সাংসদ নির্বাচিত হন। এই লোকসভার আসনটি একটা সময় কলকাতা দক্ষিণ মানেই মমতা বন্দ্যোপাধ্যায়-এর সমার্থক হয়ে উঠেছিল। ১৯৯১ সালে জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়ে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। টানা ছ’বার এই কেন্দ্র থেকে তিনি সাংসদ নির্বাচিত হন।
২০১১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের সময় তিনি রেলমন্ত্রী ছিলেন। সরকার পরিবর্তনের সাংসদ পথ থেকে পদত্যাগ করেন এবং মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ভবানীপুর কেন্দ্র নির্বাচিত হন।
আরও পড়ুন : Loksabha Election 2024 : পশ্চিমবঙ্গের ভোট রাজনীতির কড়চা ১৩
কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ৬ শতাংশ। মুসলিম সংখ্যালঘু ২২ শতাংশ। ২০১৯ সালে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায় ৪৭.৫০ শতাংশ ভোট পেয়ে জয়ী হোন। বিজেপি প্রার্থী চন্দ্র কুমার বোস ৩৪.৬৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন।
কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় জেলে।
আরও পড়ুন : Loksabha Election 2024 : পশ্চিমবঙ্গের ভোট রাজনীতির কড়চা ১৪
কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী প্রাক্তন রায়গঞ্জ সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। সিপিআইএমের প্রার্থী সায়েরা শাহ হালিম।
এই লোকসভা কেন্দ্রে প্রধান ইস্যু হল
১) নারোদা কাণ্ডে মেয়র ফিরহাদ হাকিম নগদ অর্থ গ্রহণ করায় অভিযুক্ত।
২) বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় জেলে।
৩) কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১০ সাল থেকে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল।
৪) বহু নেতা মন্ত্রী কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানার এ।
৫) সন্দেশখালি।
কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র হচ্ছে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি এক কথায় দুর্ভেদ্য। কারণ মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে বহু নেতা মন্ত্রীর বসবাস এই কেন্দ্রে। ২০২১ সালে বিধানসভার নির্বাচনে ৭ টি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের দখলে যা এই লোকসভার অন্তর্গত।
গত ১ জুন ২০২৪ কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়ের জয়ী হবার সম্ভাবনা প্রবল।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Loksabha Election 2024 : পশ্চিমবঙ্গের ভোট রাজনীতির কড়চা ১৪
