Sasraya News

Saturday, February 15, 2025

Lok Sabha Election 2024 : পদ্মে যোগ দিলেন অর্জুন ও দিব্যেন্দু

Listen

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : পদ্ম শিবিরের যোগ দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Lok Sabha Election 2024)। ব্রিগেড জনপগর্জন সভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করে। সেই প্রার্থী তালিকায় নাম ছিল না অর্জুনের। তারপর থেকেই দলের বিরুদ্ধে সরব হন অর্জুন। বিজেপির টিকিটে লোকসভা ভোটে জয়ী হয়েছিলেন। তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন ব্যারাকপুরের সাংসদ। ফের ২০২৪-এ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনি টিকিট না পাওয়ায় দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। জোরাল হয় তাঁর দল বদলের সম্ভাবনা। শনিবার বিজেপি’র দিল্লির সদর দফতরে গেরুয়া পতাকা ধরলেন অর্জুন। এদিন একই সঙ্গে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীও বিজেপিতে যোগ দেন। -ফাইল চিত্র 

আরও খবর : Lok Sabha Election Notification 2024 : আগামীকাল নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment