



সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : পশ্চিমবঙ্গ সহ মোট ছয় রাজ্যে নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ করল কমিশন। নির্বাচন কমিশন এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মঙ্গলবার। সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ, পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ ও মহা রাষ্ট্রে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গে পর্যবেক্ষক হচ্ছেন অবসরপ্রাপ্ত আইপিএস অলোক সিনহা। পুলিশ অবজার্ভারের দায়িত্ব দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত আইপিএস অনিলকুমার শর্মাকে। প্রসঙ্গত উল্লেখ্য যে, প্রথম দফার লোকসভা ভোট (Lok Sabha Election 2024) ১৯ এপ্রিল। তার আগেই পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন। নির্বাচনের আগে দেশের তথা রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলিতেও বাড়তি নজর থাকছে বলে উল্লেখ। অন্যদিকে পর্যবেক্ষকরা রাজ্যের মূল নির্বাচন কমিশন অফিসে থাকবেন। এবং সেখান থেকেই নির্বাচনী আধিকারিকদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত সমস্ত যোগাযোগ রাখবেন। প্রয়োজন বোধে স্পর্শকাতর এলাকাগুলিতেও তাঁরা যাবেন বলে উল্লেখ। -প্রতীকী ছবি
আরও খবর : Poet Soumit Basu : কবি সৌমিত বসু এর গুচ্ছ কবিতা
