Sasraya News

Thursday, June 19, 2025

Liz Truss, Prime minister of United Kingdom : ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

Listen

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ 

সাশ্রয় নিউজ : মাত্র ৪৫ দিনের মাথায় পদত্যাগ করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রস। সংবাদ সূত্রের খবর, রাজনৈতিক সঙ্কটের মুখেই তাঁর পদত্যাগ সারা দেশটিতে বিস্ময় জাগিয়েছে।

লিজ ট্রস

 

তিনি জানিয়েছেন, যতদিন নতুন প্রধানমন্ত্রী শপথ না নিচ্ছেন ততদিন পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীত্বের যাবতীয় কাজ করবেন। আন্তর্জাতিক সূত্রের খবর, ট্রস প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশের অর্থাৎ অবস্থা বিশেষ করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করবেন। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন বলে আন্তর্জাতিক সূত্রের খবর। দেশে অর্থানৈতিক মন্দা পরিস্থিতি তৈরি হওয়ায় ট্রস সরকার রাজনৈতিকভাবে চাপের মুখে পড়ে। ক্ষমতসীন দলের সাংসদরাও প্রধানমন্ত্রী ট্রসের বিরোধিতা করেন। মাত্র ৪৫ দিনের মাথায় প্রধানমন্ত্রী লিজ ট্রস প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করলেন বলে খবর। ট্রস সংবাদমাধ্যমে জানান, তাঁর ইকোনমিক কর্মসূচি গ্রহণ করা হয়নি। এর ফলে মার্কেটের পতন শুরু হয়। এবং এই পতন সমস্যা তাঁর পার্টিকেও বিভক্ত করে। এই জন্য তিনি প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করছেন। 

    ব্রিটেনের ইতিহাসে লিজ ট্রস-ই একমাত্র প্রধানমন্ত্রী, যিনি সবচেয়ে কম সময়ের জন্য প্রধানমন্ত্রীত্ব পদ সামলালেন। এর আগে জর্জ ক্যানিং মাত্র ১১৯ দিন প্রধানমন্ত্রী ছিলেন ১৮২৭ সালে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment