Sasraya News

Tuesday, February 11, 2025

Literature & Culture : ছবি গুপ্তা স্মৃতি পুরস্কার পেলেন কবি শতদল আচার্য

Listen

রাজেশ চন্দ্র দেবনাথ ★ সাশ্রয় নিউজ : ছবি গুপ্তা স্মৃতি পুরস্কার (Chhabi Gupta Smriti Award) পেলেন কবি শতদল আচার্য। শিক্ষক দিবস উপলক্ষ্যে ৫ সেপ্টেম্বর ইয়ুথস এগেইনস্ট সোসিয়েল ইভিলস-এ পুরস্কার প্রদান করেন। এছাড়াও এদিন পার্থসারথি চন্দ স্মৃতি পুরস্কার পেলেন সুব্রত দে, প্রদীপকুরী, সুধন্য দে। অনুষ্ঠানে এদিন শতদল আচার্য বক্তব্য রাখতে গিয়ে কবি ছবি গুপ্তার সাহিত্য জগতের অবদানের কথা তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। এই সময়ে বাংলা ভাষা কিভাবে আক্রান্ত হচ্ছে তা নিয়েও বিশদভাবে তিনি আলোচনা করেন। উল্লেখ্য যে, কবি শতদল আচার্য বাংলা ভাষার ব্যতিক্রমী কবি। তিনি শিলচর থেকে ‘বন্ধু’ নামে একটি লিটল ম্যাগাজিন প্রকাশ করেন। তাঁর প্রকাশিত বই পাঠকমহলে বেশ সমাদৃত। তার এই পুরস্কার লাভে পাঠক মহলে বেশ সাড়া পড়েছে। 

আরও খবর : Rahul Dravid : ফের হেড কোচের দায়িত্বে রাহুল দ্রাবিড় 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment