Sasraya News

Kuntal Ghosh : সিজিও কমপ্লেক্স-এ কুন্তলের স্ত্রী

Listen

সিজিও কমপ্লেক্স-এ কুন্তলের স্ত্রী 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : সিজিও কমপ্লেক্স-এ কুন্তলের স্ত্রী। কুন্তলের সঙ্গে বহু সম্পত্তিতে নাম থাকায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাক দেয় কুন্তল ঘোষ-এর স্ত্রীকে। আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির ডাকে সিজিও কমপ্লেক্স-এ উপস্থিত হয়েছেন জয়শ্রী ঘোষ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে,  আমজনতা তাকিয়ে আছেন রাজ্যের (পশ্চিমবঙ্গে) নিয়োগ দুর্নীতি মামলায়, কতদূরে যাচ্ছে তা দেখার জন্য। অন্যদিকে, শহর কলকাতায় চাকরিপ্রার্থীদের আন্দোলন এখনও চলছে। ওই ইস্যুতে জেল-হাজতে আছেন, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক শাসক দলের নেতা, এমএলএ প্রমুখ। গতকালই তৃণমূল কংগ্রেসের পক্ষে সাংবাদিক সম্মেলন করে শশী পাঁজা ও ব্রাত্য বসু তৃণমূল কংগ্রেসের দুই যুব নেতা কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিঃষ্কারের খবর জনসমক্ষে জানান। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read