



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : বৃহস্পতিবার সকালবেলা আগুন কলকাতায় (Kolkata Fire) গিরিশপার্ক থানার সন্নিকটে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা। সূত্রের খবর, সিলিন্ডার ফেটেই আগুন বলে প্রাথমিক ধারণা। অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ একজন, হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর, এলাকাটি ঘিঞ্জি হওয়ায় দমকলের পাঁচটি ইঞ্জিন সতর্কতার সঙ্গে অগ্নিনির্বাপণের কাজ করছে। যাতে আসেপাশে আগুন ছড়িয়ে না পড়ে। উল্লেখ্য, প্রায় ১৪ বছর আগে, পার্ক স্ট্রিটের স্টিফেন কোর্টের আগুন এখনও কলকাতা তথা রাজ্যবাসীর চোখের সামনে ঘোরে। সেইবার ১৮/এ, স্টিফেন কোর্টের আগুন কেড়ে নেয় জলজ্যান্ত ৪৯ টি প্রাণ। ঢাকুরিয়া আমরি হাসপাতালের আগুনের চিত্রও ভোলার নয়, ৯১ জন রোগীর মৃত্যু মিছিল দেখেছিলেন দেশের মানুষ। আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়েই তাঁরা প্রাণ হারিয়েছিলেন বলে উল্লেখ। এছাড়াও সম্প্রতি অ্যাক্রোপলিস মল, গাস্টিন প্লেস, মেহতা বিল্ডিংয়ের আগুনের সাক্ষী খোদ কলকাতা।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Article : ভারতবর্ষের প্রথম পুস্তকমেলা, গ্রন্থমেলা বা বইমেলা
