Sasraya News

Wednesday, June 18, 2025

Kolkata Airport : কলকাতা বিমান বন্দরে শনাক্তকরণ প্রক্রিয়া শুরু

Listen

কলকাতা বিমান বন্দরে শনাক্তকরণ প্রক্রিয়া শুরু

সাশ্রয় নিউজ ★ কলকাতা : কলকাতা বিমান বন্দরে শনাক্তকরণ প্রক্রিয়া শুরু হয় গত শনিবার থেকে। মুখ দেখলেই বিমান বন্দরে প্রবেশের ছাড়পত্র মিলবে বলে বিমানবন্দরের তরফে উল্লেখ। এই প্রক্রিয়ার ফলে বিমান বিন্দর থেকে যাত্রা আধুনিক ও ডিজিটালাইজড হল। আধুনিক নিরাপত্তায় মুড়ে ফেলা এই ব্যবস্থায় কোনও রকম জঙ্গী কার্যকলাপ, ছদ্মবেশ থেকে যে-কোনও অনৈতিক কার্যকলাপ আটকানো সম্ভব হবে বলে বিমান বন্দর সূত্রে উল্লেখ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment