Sasraya News

Tuesday, February 11, 2025

Koel Mallick Gives Of A Baby Girl : কন্যাসন্তানের জন্ম দিলেন কোয়েল মল্লিক

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : মাতৃত্বের আনন্দ ভাগ করে নিলেন কোয়েল মল্লিক (Koel Mallick)। এদিন সমাজমাধ্যমে মা হওয়ার খবর ফ্যানদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী।

 

কোয়েল মল্লিক-এর পোস্ট। ছবি : সংগৃহীত

 

তিনি এর আগে সোশ্যাল মিডিয়ায় ক্যাপশনে লিখেছিলেন, ‘সবার সঙ্গে একটি সুখবর ভাগ করে নিচ্ছি। আমাদের পরিবার আরও বড় হচ্ছে। কবীর শীঘ্রই বড় দাদার দায়িত্ব পেতে চলেছে। সবার ভালোবাসা ও আশীর্বাদ চাই।’

 

স্বামী ও পুত্রের সঙ্গে অভিনেত্রী কোয়েল মল্লিক। ছবি : সংগৃহীত

 

অভিনেত্রীর এই পোস্টের পরে তাঁর ফ্যানদের ভেতর তুমুল আলোড়ন তৈরি হয়। সকলেই অপেক্ষায় ছিলেন, কবে দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন কোয়েল। তাঁদের অপেক্ষার অবসান ঘটিয়ে এদিন কোয়েল সমাজমাধ্যমে জানান, তিনি কন্যা সন্তানের মা হয়েছেন। প্রসঙ্গত, কোয়েল ও নিসপালের প্রথম সন্তান কবীর।

 

স্বামী নিসপাল সিং রানে, পুত্র কবীর-এর সঙ্গে কোয়েল মল্লিক। ছবি : সংগৃহীত

 

এবার সত্যিই বড় দাদার দায়িত্ব পেল ছোট্ট কবীর। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত কোয়েল মল্লিক ও নিসপাল সিং রানেকে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘আমি খুব খুশি। কন্যাসন্তানের গর্বে গর্বিত মা-বাবাকে আন্তরিক শুভেচ্ছা। আর সদ্যোজাত কন্যাকে একরাশ ভালবাসা, আশীর্বাদ।’ এছাড়াও বিনোদন জগতের অনেকেই শুভেচ্ছায় ভাসিয়েছেন নতুন মা-বাবাকে।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Sasraya News Sunday’s Literature Special | 1st December 2024 | Issue 41 || সাশ্রয় নিউজ | রবিবারের সাহিত্য স্পেশাল | ১ ডিসেম্বর ২০২৪ | সংখ্যা ৪১

Sasraya News
Author: Sasraya News

1 thought on “Koel Mallick Gives Of A Baby Girl : কন্যাসন্তানের জন্ম দিলেন কোয়েল মল্লিক”

Leave a Comment