



সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : পেশির টান উদ্বেগ বাড়িয়ে ছিল কেএল রাহুলের (KL Rahul) আইপিএল (IPL) অভিযান নিয়ে। লখনউ সুপার জায়ান্টসের উদ্বেগ নিরসন হতে চলেছে বলে উল্লেখ। ভারত ও ইংল্যান্ড টেস্ট ম্যাচে পেশিতে টান পড়ে রাহুলের। তারপর থেকেই দল থেকে ছিটকে যান। তাঁর চোটের পরেই শুরু হয় জল্পনা, আইপিএল-এ (IPL 2024) খেলতে পারবেন তো রাহুল? সূত্র মারফৎ খবর, জল্পনার অবসান। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিটনেস সার্টিফিকেট পেয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক। ২২ মার্চ আইপিএল শুরু। রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে লখনউ। ওই ম্যাচে দেখা যেতে পারে লোকেশ রাহুলকে। ছবি : সংগৃহীত
আরও খবর : INDIA Rally In Mumbai : মুম্বাইয়ে ইণ্ডিয়া’র মহাজনসভা
