



নাইটদের নেতা হয়ে শ্রেয়সের প্রত্যাবর্তন
সাশ্রয় নিউজ ★ কলকাতা : দেশের মাটিতে বিশ্বকাপ পর্ব মিটতেই আইপিএল (IPL) দামামা বেজে গিয়েছে। কলকাতা নাইট রাইডারস দলের প্রাক্তন ক্যাপ্টেন গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) মেন্টর হিসেবে দলে ফেরান। এবং গম্ভীর কলকাতা নাইট রাইডারসের (Kolkata Knight Rider’s) মেন্টর হিসেবে ফিরেই দলকে ঢেলে সাজাতে সচেষ্ট হয়েছেন। গত মরশুমে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) চোটের জন্য দল থেকে ছিটকে গিয়েছিলেন। তাঁর জায়গায় কেকেআর (KKR) ক্যাপ্টেন করেছিল নীতিশ রানাকে (Nitish Rana) কিন্তু মেন্টর গৌতম গম্ভীর দলের মেন্টর হিসেবে ফিরেই কেকেআর-এর ক্যাপ্টেন (KKR Captain) হিসেবে শ্রেয়সকে দলে ফেরাচ্ছেন বলে সূত্রের খবর।
-ফাইল চিত্র
