Sasraya News

Saturday, February 15, 2025

KKR IPL : পরবর্তী IPL -এ কোন কোন ক্রিকেটারদের ধরে রাখবে KKR

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : শ্রেয়স আইয়ার-এর নেতৃত্বে আইপিএল জিতেছে কেকেআর (IPL KKR)। তবে পরবর্তী আইপিএল (IPL) -এ শ্রেয়সকে ধরে রাখতে পারবে কেকেআর!

সূত্রের খবর, চলতি বছরের শেষ নাগাদ আইপিএল-এর মেগা নিলাম শুরু হতে পারে। তবে পরবর্তী আইপিএল-এ ক্যাপ্টেন শ্রেয়সকে কেকেআর রিটেন করবে কি না নিশ্চিত নয় পূর্ববর্তী দলের অনেকেই!

সূত্রের খবর, একটি পডকাস্টে হর্ষিত রানাকে প্রশ্ন করা হয় যে, কোন কোন প্লেয়ার আগামী আইপিএল-এ কেকেআর রিটেন করতে পারে। ওই প্রশ্নের উত্তরে হর্ষিত রানা বলেন, তিন ক্রিকেটারের নাম। ওই তিনজনের ভেতরে নেই শ্রেয়স আইয়ার। হর্ষিত মনে করেন, আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও রিঙ্কু সিংকে ধরে রাখতে পারে নাইট রাইডারস। তবে চতুর্থ ক্রিকেটার যাঁকে ধরে রাখতে পারে কেকেআর সেখানে চারজনের ভেতর একজনকে বেছে নিতে পারে নাইট রাইডারসের টিম সিলেক্টররা। সেই চারজন শ্রেয়স আইয়ার, বরুণ চক্রবর্তী, নীতিশ রানা ও ভেঙ্কটেশ আইয়ার।

কেকেআর-এর সমর্থকেরা ইতিমধ্যেই কৌতুহলী যে, শেষ পর্যন্ত পূর্ববর্তী দলের ভেতর থেকে কাদের ঠাঁই হয় পরবর্তী দলে! তা জানতে অবশ্য সকলকেই অপেক্ষা করতে হবে নিলাম পর্যন্ত। -ফাইল চিত্র 

আরও পড়ুন : Bhutan : ভুটান ভায়া কুনজং

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment