



সাশ্রয় নিউজ ★ কলকাতা : এই মরশুমের IPL শুরু হচ্ছে ২২ মার্চ। ঠিক তার পরের দিনই ঘরের মাঠে নামবে কলকাতা নাইট রাইডারস (KKR)। নাইটদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। এই মরশুমে (IPL 2024) নাইটদের দেখা যাবে জার্সিতে। সোমবার শাহরুখ খান-এর দলের নতুন জার্সি উদ্বোধন হয়। জার্সি উদ্বোধন ঘিরে নাইট-ফ্যানদের উচ্ছ্বাস চোখে পড়ে। জার্সি উদ্বোধন অনুষ্ঠানে পারফর্ম করেন সঙ্গীতশিল্পী উষা উত্থুপ। বেশ খুশির মেজাজে সেদিন নাইট রাইডারস প্লেয়ার ও মেন্টরদের দেখা যায়। ছবি : সংগৃহীত
আরও খবর : KL Rahul : আইপিএল-এ খেলার জন্য প্রস্তত রাহুল
