Sasraya News

Friday, March 14, 2025

Kirti Azad : প্রয়াত হলেন সাংসদ কীর্তি আজাদের স্ত্রী

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ দুর্গাপুর : প্রয়াত হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কীর্তি আজাদের (Kirti Azad) স্ত্রী পুনম আজাদ (Punam Azad Demised)। তিনি দুর্গাপুরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। সোশ্যাল মিডিয়ায় নিজের স্ত্রী’র প্রয়াণ সংবাদ জানান বর্ধমান-দুর্গাপুরের সাংসদ। সূত্রের খবর, সোমবার বেলা ১২টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পুনম আজাদ। সূত্রের এও খবর, বার্ধক্যজনীত রোগে ভুগছিলেন পুনম। এদিনই দামোদর ভ্যালি শ্মশানে তাঁর শেষকৃত্য হবে বলে উল্লেখ। প্রাক্তন ক্রিকেটা ও বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদের স্ত্রী প্রয়াণের খবরে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যাণ্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, “আমি দীর্ঘ দিন ধরে পুনমকে চিনি। আমি এটাও জানতাম যে, তিনি গত কয়েক বছর ধরেই গুরুতর ভাবে অসুস্থ ছিলেন। কীর্তি এবং পরিবারের অন্য সদস্যেরা সব রকম চেষ্টা করেছেন এবং শেষ যুদ্ধে তাঁর পাশে থেকেছেন।” শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নয়, ক্রীড়া, বিনোদন ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী প্রয়াণে শোক প্রকাশ করেছেন।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Nisit Pramanik Detained : মিছিল থেকে গ্রেফতার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment