শ্রেয়সী মজুমদার ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা: আবারও আলো, রঙ, সুর আর সেলুলয়েডের মেলবন্ধনে সাজছে টালিগঞ্জের শহর। ৬ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival – KIFF 2025)। প্রতি বছরের মতোই দর্শক, শিল্পী ও চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহ এখন একটাই প্রশ্নে, কে থাকছেন এই বছরের উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি তালিকায়?
গত কয়েক বছরে এই উৎসব শুধু রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য নয়, আন্তর্জাতিক চলচ্চিত্র মানচিত্রে ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) -এর উদ্যোগে কলকাতা যেন প্রতি বছরই এক সপ্তাহের জন্য পরিণত হয় সিনেমার রাজধানীতে। এই বছরও রাজ্য সরকারের আয়োজিত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে নজরুল মঞ্চে। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রীসহ বাংলার সাংস্কৃতিক মহল ও চলচ্চিত্র জগতের তারকারা। তবে সবচেয়ে বড় চমক, এ বছরও মঞ্চে থাকছেন না বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান (Shah Rukh Khan)। মুখ্যমন্ত্রী যাঁকে নিজের “ঘরের ছেলে” বলে সম্বোধন করেন, তাঁর অনুপস্থিতি নিয়ে ইতিমধ্যেই ফিল্মপ্রেমীদের মধ্যে কিছুটা আক্ষেপ শোনা যাচ্ছে। কিন্তু, আক্ষেপ ঘুচিয়ে দিতে আয়োজন কমতি রাখেননি কর্তৃপক্ষ। এ বছরের উদ্বোধনী মঞ্চে থাকবেন প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিন্হা (Shatrughan Sinha), প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক রমেশ সিপ্পী (Ramesh Sippy), জনপ্রিয় নির্মাতা সুজয় ঘোষ (Sujoy Ghosh) এবং গীতিকার-গায়িকা আরতি মুখোপাধ্যায় (Aarti Mukherjee)। বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে নৃত্য পরিবেশনা। পারফর্ম করবেন ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। উৎসবের শিল্প নির্দেশনা ও পরিকল্পনায় রয়েছে ঐতিহ্য ও আধুনিকতার চমৎকার মিশেল, যা দর্শকদের এক অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে।
এ বছরের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে বাংলা সিনেমার এক কালজয়ী ক্লাসিক ‘সপ্তপদী’। এই ছবির প্রদর্শন উৎসবের সূচনা অনুষ্ঠানে এক বিশেষ আবেগ তৈরি করবে, কারণ এই ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রের গৌরবময় অতীতের প্রতি শ্রদ্ধা জানানো হবে।
চলচ্চিত্র উৎসবের অন্যতম সমন্বয়কারী ইন্দ্রনীল জানিয়েছেন, “এই বছর আমরা বিশ্বজুড়ে ৩৯টি দেশ থেকে বাছাই করা ২১৫টি চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করেছি। এর মধ্যে রয়েছে ১৮৫টি পূর্ণদৈর্ঘ্যের ও ৩০টি স্বল্পদৈর্ঘ্যের ছবি। প্রতিটি চলচ্চিত্রই দর্শকদের নতুন ভাবনা, নতুন ভাষা ও নতুন গল্পের জগতে নিয়ে যাবে।” ভাষার বৈচিত্র্যে ভরপুর এবারের উৎসব, প্রদর্শিত হবে ১৮টি ভারতীয় ভাষা ও ৩০টি বিদেশি ভাষার ছবি। কোঙ্কনি, বোরো, তুলু, সাঁওতালি সহ নানা উপভাষার চলচ্চিত্রও স্থান পাচ্ছে প্রদর্শনী তালিকায়।চলচ্চিত্র উৎসবের অন্যতম আকর্ষণ, প্রতি বছরের মতোই, ‘সিনে আড্ডা’। মুখ্যমন্ত্রী নিজেই এই আয়োজনের নাম দিয়েছেন ‘গানে গানে সিনেমা’। যেখানে পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা ও সংগীতশিল্পীরা এক মঞ্চে বসে আলোচনা করবেন চলচ্চিত্র ও সঙ্গীতের পারস্পরিক সম্পর্ক নিয়ে।

এ ছাড়া বিভিন্ন প্রতিযোগিতা বিভাগে চলচ্চিত্রগুলোকে বিচার করবেন আন্তর্জাতিক মানের বিশিষ্ট জুরি সদস্যরা। ভারতীয় সিনেমার পাশাপাশি ইউরোপ, লাতিন আমেরিকা, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, ইরান ও জাপানের বহু প্রশংসিত ছবিও থাকবে তালিকায়।
উল্লেখ্য যে, চলচ্চিত্র উৎসব মানেই শুধু সিনেমা দেখা নয়, বরং শহরজুড়ে এক রঙিন উৎসবের আবহ। কলকাতার রাস্তা, কফি হাউস, নন্দন প্রাঙ্গণ, রবীন্দ্র সদন চত্বর, সব জায়গাতেই এখন সিনেমার হাওয়া। তরুণ প্রজন্ম থেকে শুরু করে প্রবীণ সিনেমাপ্রেমী, সকলেই প্রস্তুত সাত দিনের এক অন্যরকম যাত্রার জন্য। কলকাতার এই উৎসব শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়, বরং বাংলার শিল্প ও ঐতিহ্যের আত্মপ্রকাশ। প্রতি বছর যেমন দেশি-বিদেশি তারকাদের উপস্থিতি শহরকে আরও জীবন্ত করে তোলে, তেমনি এবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে KIFF 2025 যেখানে সিনেমা হবে মেলবন্ধনের সেতু, সংস্কৃতির ভাষা এবং মানবতার সুর।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন: Kolkata International Film Festival, KIFF 2025 | শুরু হতে চলেছে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উদ্বোধনী ছবি ‘সপ্তপদী’, থাকছে নতুন চমক ‘গানে গানে সিনেমা’




