



সাশ্রয় নিউজ ডেস্ক ★ পূর্ব বর্ধমান : ভেঙে গেল কেউটে সেতু (Keute Bridge Collapsed)। ফলে বেশ কিছু গ্রামের সঙ্গে কালনার যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। উল্লেখ্য যে, এলাকার যোগাযোগ ব্যবস্থায় বিশেষ ভূমিকা রাখত সেতুটি। হঠাৎই দূর্বল সেতুটি ভেঙে পড়ায় চিন্তায় নন্দাই ও কাদিপুর কাকুরিয়া অঞ্চলের জনসাধারণ। দীর্ঘদিন থেকেই সেতুটির সংস্কারের দাবী তোলা হয় বলে এলাকাবাসীরা জানান। কিন্তু সরকার কোনওভাবেই সেদিকে ভ্রূক্ষেপ করেননি বলে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ। দোর-গোড়ায় বর্ষা। বর্ষায় চরম কষ্টের ভেতর পড়তে হবে বলে মাথায় হাত সকলের! তাঁদের আরও বক্তব্য, কেউটে সেতু বিস্তীর্ণ এলাকার কৃষি কাজের জন্য যাতায়াতের বিশেষ সহায়ক ছিল। দ্রুত সেতু নির্মাণের দাবী তুলেছেন গ্রামবাসীরা।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Kalna : ভাগীরথী থেকে উদ্ধার শ্রমিকের দেহ
