Sasraya News

Wednesday, March 12, 2025

Kaziranga : সবুজ প্রকৃতির রং রূপ এক উজ্জ্বল উদাহরণ কাজিরাঙ্গা

Listen

সৌন্দর্যের ঝুড়িতে শুধুমাত্র প্রাণী বা পাখিরা নয় সেখানে দিগন্তের আলো ছড়িয়েছে তার সবুজ রং দিয়ে চোখে সুন্দর দৃষ্টি দান করেছে। সবুজ সবুজে মেশা চোখের দৃষ্টি কখনও কখনও গিয়ে পড়ে বিভিন্ন গাছেদের সাহচার্য কখনও যেন মনে হয় গাছেরা তাদের ভালবাসা উজাড় করে দিয়েছে তার আশেপাশের গাছকে বা পশুদের কে যেখানে নিজের মত করে হরিণেরা ঘাস খাচ্ছে গাছের উপর পাখি কলতান দিয়ে উড়ে যাচ্ছে। নিজেদের মধ্যে নিজেদের ভাষায় কথা বলছে, হাতিও কখনও কখনও জঙ্গল থেকে বেরিয়ে আসছে। সেই সঙ্গে খুব সুন্দরভাবে সাফারি গাড়ির চালক তার বর্ণনায় আরও বেশি মনোরম হয়ে উঠছে প্রকৃতি। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে প্রকৃতির রং বদলায় সেই সঙ্গে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে পশুপাখিদেরও স্বভাব বদলায় যেন ঘরে ফেরার গান বেজে ওঠে। লিখেছেন : সোমা বিশ্বাস 

 

 

অন্য স্পন্দন…

 

 

বিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, “জীবের মধ্যে অনন্তকে অনুভব করারই অন্য নাম ভালোবাসা। প্রকৃতির মধ্যে অনুভব করার নাম সৌন্দর্য- সম্ভোগ।” প্রকৃতি কখনও কখনও তার উজাড় করা ভালবাসা হেসে খেলে ছড়িয়ে দেয় তার প্রকৃতির রূপ রং গন্ধের মাধ্যমে সেই রকমই সুন্দর মনোরম পরিবেশ ছুটির অবকাশে খুঁজে পাই কাজিরাঙ্গা।

 

যখন প্রকৃতি বলে, এসো

 

খোলা দিগন্ত জুড়ে বিস্তৃত প্রকৃতির মধ্যে এ যেন এক অদ্ভুত উন্মাদনা যেখানে মনে হয় প্রকৃতির কোল বিভিন্ন পশু পাখি এবং মানুষের মধ্যে সুন্দর আদান-প্রদান তৈরি করে দিয়েছে।

 

অপেক্ষার জবুথবু শীতে কেউ গান বাজাও, আমি নাচি।

 

সেই সৌন্দর্যের ঝুড়িতে শুধুমাত্র প্রাণী বা পাখিরা নয় সেখানে দিগন্তের আলো ছড়িয়েছে তার সবুজ রং দিয়ে চোখে সুন্দর দৃষ্টি দান করেছে। সবুজ সবুজে মেশা চোখের দৃষ্টি কখনও কখনও গিয়ে পড়ে বিভিন্ন গাছেদের সাহচার্য কখনও যেন মনে হয় গাছেরা তাদের ভালবাসা উজাড় করে দিয়েছে তার আশেপাশের গাছকে বা পশুদেরকে যেখানে নিজের মত করে হরিণেরা ঘাস খাচ্ছে গাছের উপর পাখি কলতান দিয়ে উড়ে যাচ্ছে।

 

কখনও খিদের কাছে সমস্ত কিছুই তুচ্ছ ভুলে যেও না…

 

নিজেদের মধ্যে নিজেদের ভাষায় কথা বলছে, হাতিও কখনও কখনও জঙ্গল থেকে বেরিয়ে আসছে। সেই সঙ্গে খুব সুন্দরভাবে সাফারি গাড়ির চালক তার বর্ণনায় আরও বেশি মনোরম হয়ে উঠছে প্রকৃতি। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে প্রকৃতির রং বদলায় সেই সঙ্গে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে পশুপাখিদেরও স্বভাব বদলায় যেন ঘরে ফেরার গান বেজে ওঠে। একই সঙ্গে কিছু গাছেদের বিশেষ দৃষ্টি বা বৈশিষ্ট্য মনকে বিভিন্নভাবে ছুঁয়ে গেল।

 

 

বাঁচার লড়াই…

 

তাদের আকৃতি বা প্রকৃতি। যতটা পারা গেল তাকে মোবাইলে ক্যাপচার করে রাখা হল।

 

তেমন রোদ বাতাস ও আস্কারা পেলে অতর্কিত আমিও জেগে উঠি

 

আর হৃদয়ে তো বন্দী থাকলই গভীর ভালবাসায় বা পরম উষ্ণতায় সেই সঙ্গে ভাল লাগল কাজিরাঙ্গা (Kaziranga) ঢোকার মুখে প্রকৃতির প্রতি যত্ন এবং কিছু সতর্কতা নিয়ে যখন প্রবেশের সময় কিছু বিধি নিষেধ থাকে যেমন কোন খাবার বা পলি প্যাক এর ব্যবহার না করা বা পশুদেরকে বাইরে থেকে কোন খাবার না দেওয়া ইত্যাদি ইত্যাদি। 

 

দেহের বলিরেখায় পড়ে দেখো মূর্ত ইতিহাস

 

সেগুলো ভীষণভাবে পর্যবেক্ষণ করা হল। আমার মনে হয় বা আমাদের স্মরণে রাখা উচিত প্রদর্শনের সময় যাতে আমরা আমাদের মনোরম পরিবেশের ভাললাগা বা পশুদের ভালবাসার সঙ্গে বিভিন্ন উষ্ণতার ভাললাগার মধ্যে আমাদের দৃষ্টিনন্দন যেন কখন প্রকৃতির প্রতি বিরূপ মনোভাব না বহন করে তাই সতর্ক থাকা উচিৎ।  ঠিক যেন মনে হয়, “বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ ক্রোড়ে”…।

ছবি : লেখক 

আরও পড়ুন : Durga Puja at Ramakrishna Mission Delhi: A Festivity of Devotion, Tradition, and Power (Sakti)

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment