



কী হল ক্যাটরিনার, এত ভয় পেয়ে গেলেন!
সাশ্রয় নিউজ ★ বিনোদন ডেস্ক : বলি অভিনেত্রী (Bollywood Actress Katrina Kaif) ক্যাটরিনা কাইফ প্রেম হোক বা অভিনয়, সবেতেই দর্শকদের ভালবাসা কুড়িয়েছেন! শুধু টাইগার-৩ (Tiger 3) না, তার আগেও তাঁকে অনেক ছবিতে অ্যাকশন (Action Movie’s) মোডে দেখা গিয়েছে।

সেইসব ছবিতে তাঁর নির্ভর অভিনয় প্রশংসা কুড়িয়েছে ভারতীয় সিনেমার (Indian Cinema) দর্শকদের। সালমান খান (Salman Khan) ও ক্যাটরিনা কাইফ-এর (Katrina Kaif) বিচ্ছেদের (Salman Khan And Katrina Kaif Relationships) পরে ফের টাইগার-৩ সিনেমাতে (Tiger 3 Cinema) একসঙ্গে দর্শকদের সামনে ফিরেছেন।

ছবিটি ইতিমধ্যেই বক্স অফিসে (Box-office) বিশ্বব্যাপী (World-wide) ৪০০ কোটি টাকার ব্যবসা করেছে বলে বক্স অফিস সূত্রে খবর। কিন্তু সাম্প্রতিক অতীতে কী ঘটেছিল, ক্যাটের (Katrina Kaif) সঙ্গে, যে অভিনেত্রী ভয় পেয়ে গিয়েছিলেন! ক্যাট জানান, ‘‘মনে হচ্ছিল, এটাই আমার শেষ দিন। চোখ বন্ধ করে ফেলেছিলাম। ঈশ্বরকে ডাকছিলাম। আর খালি একজনের কথাই মনে পড়ছিল। তিনি আমার মা। মনে হচ্ছিল, মা ঠিক থাকবে তো!’’ আসলে মাঝ আকাশে হেলিকপ্টারে ছিলেন ক্যাট্রিনা। এমন সময় প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হন। মাজ আকাশে শুরু হয় ঝড়। ঝড়ের মুখে হেলিকপ্টারের ভেতর স্টান্ট করতে গিয়ে ভয় পান ভিকি (Vicky Koushal) জায়া ক্যাটরিনা (Katrina Kaif)।
আরও পড়ুন : Alia Bhatt Deepfake Video : ডিপফেকের শিকার আলিয়া
ছবি : সংগৃহীত
