Sasraya News

Friday, March 28, 2025

Kanhaiya Kumar : দিল্লি উত্তর-পূর্ব আসনে কানহাইয়া কুমার প্রার্থী করল কংগ্রেস

Listen

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী কানহাইয়া কুমার (Kanhaiya Kumar)। জোট সঙ্গীদের সঙ্গে আসন রফার পরে কংগ্রেস দিল্লির মোট তিনটি আসনে লড়ার সিদ্ধান্ত নেয়। তার ভেতর উত্তর-পূর্ব দিল্লি আসনে কংগ্রেসের প্রার্থী কানহাইয়া কুমার। এছাড়াও পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংও কংগ্রেসের প্রার্থী হচ্ছেন বলে উল্লেখ। প্রসঙ্গত, রবিবার দিল্লির পাশাপাশি পাঞ্জাবের বেশ ক’য়েকটি আসনে প্রার্থী ঘোষণা করে আইএনসি। তবে আসন সমঝোতা হলেও আপ পাঞ্জাবে একা লড়ার সিদ্ধান্ত নেয়। রবিবার মোট দশটি লোকসভা কেন্দ্র ও ওড়িশার বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করে কংগ্রেস হাইকমান্ড। -সংগৃহীত ছবি 

আরও পড়ুন : BJP Candidate of Krishnanagar Amrita Ray falls Sick : অসুস্থ কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment