Sasraya News

Friday, March 14, 2025

Kandi : কান্দীতে নির্বাচনী প্রচারে অধীর চৌধুরী

Listen

সাশ্রয় নিউজ ★ কান্দী : কান্দী  (Kandi) শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নির্বাচনী প্রচার করলেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)। আসন্ন লোকসভা নির্বাচনে এবার তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান। বহরমপুর লোকসভা কেন্দ্রকে পাখির চোখ করে নির্বাচনী প্রচার লড়ছে তৃণমূলও। অন্যদিকে প্রচারে কোনও ফাঁক চাইছেন না কংগ্রেস-বাম প্রার্থী। রবিবার কান্দী শহরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন অধীর বাবু। শোনেন, এলাকার মানুষের সমস্যার কথাও। এছাড়াও এদিন তিনি বহরমপুর লোকসভা কেন্দ্রের শক্তিপুরের কামনগরে একটি ক্রিকেট টুর্নামেন্টে বক্তব্য রাখেন। -সংগৃহীত ছবি 

আরও খবর : Sasraya News, Literature Special ।। March 24, 2024।। সাশ্রয় নিউজ, রবিবারের সাহিত্য স্পেশাল ।। মার্চ ৩১, ২০২৪

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment