Sasraya News

Wednesday, April 23, 2025

Kanchanjanga Express Accident : কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা : রাহুলের ট্যুইট

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় (Kanchanjanga Express Accident) শোকস্তব্ধ দেশ। ইতিমধ্যে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৫ বলে উল্লেখ। আহত আরও অনেক। রেল দুর্ঘটনার পরে শোক প্রকাশ করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি ট্যুইট বার্তায় এদিনের রেল দুর্ঘটনা সম্পর্কে কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তোলেন। তাঁর ট্যুইট বার্তায় উল্লেখ যে, “গত ১০ বছরে রেল দুর্ঘটনা বৃদ্ধি মোদী সরকারের অব্যবস্থাপনা এবং অবহেলার প্রত্যক্ষ ফল, এর ফলে প্রতিদিন যাত্রীদের জীবন ও সম্পদের ক্ষতি হচ্ছে। আজকের দুর্ঘটনা এই বাস্তবতার আরেকটি উদাহরণ।” তিনি আরও লেখেন, “এই দুর্ঘটনার জন্য দায়িত্বশীল বিরোধী হিসেবে আমরা এই ভয়ঙ্কর অবহেলা নিয়ে প্রশ্ন তুলব এবং মোদী সরকারকে জবাব দিতে হবে।”

-সংগৃহীত ছবি 

আরও পড়ুন : Kanchanjanga Express Accident : উত্তরবঙ্গে ভয়াবহ দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment