Sasraya News

Wednesday, March 12, 2025

Justice Abhijit Ganguly : ‘মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারপতি হিসেব ইস্তফা

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : বিচারপতি হিসেবে ইস্তফা দিচ্ছেন অভিযোগ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। তিনি রবিবার সংবাদ মাধ্যমের সামনে এমনি জানান। সাংবাদিকদের কী বললেন তিনি? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “অ্যাডজুডিকেশন আমি গত সাতদিন ধরেও করিনি। কারণ আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম। মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানয়ে দেব। সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে।” এদিন সাংবাদিকরা তাঁকে জোরালো প্রশ্ন করেন, বিচারপতি হিসেবে ইস্তফা দিয়ে আপনি রাজনীতিয়ে আসছেন। এ প্রশ্নের উত্তরে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “মঙ্গলবার দেড়টার সময় কোর্টে মাষ্টারদা সূর্য সেন মূর্তির নিচে আমি আসব, আপনাদের সব প্রশ্নের জবাব দেব।” উল্লেখ্য, বিচারপতি গঙ্গোপাধ্যায় বিচারক হিসেবে ইস্তফা দেওয়ার পরে কী রাজনীতিতে আসবেন? এই প্রশ্ন নিয়ে জোর জল্পনা ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে দানা বেঁধেছে। -সংগৃহীত ছবি 

আরও খবর : Sasraya News Sunday Special, March 2024 : সাশ্রয় নিউজ সানডে স্পেশাল, মার্চ ২০২৪

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment