



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : কানপুর টেস্টে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে সিরিজ জয় করে ভারত। আর এই সিরিজেই আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের ক্রমতালিকায় প্রথম স্থানে জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। দ্বিতীয় স্থানে আ’রেক ভারতীয় বোলার, রবিচন্দ্রন আশ্বিন। দুই ভারতীয় বোলার নিজেদের সেরাটা দিয়ে আইসিসির বোলারদের টেস্ট ক্রমতালিকায় নিজেদের ভেতরেই টক্কর দিয়েছেন। দেখা যায়, জসপ্রীত বুমরা কানপুর টেস্টে ছয় উইকেট পেয়েছেন। আশ্বিন পান পাঁচ উইকেট। আবার চেন্নাই টেস্টে আশ্বিন প্রতিপক্ষের ছয় উইকেট পেয়েছিলেন, জসপ্রীতের দখলে যায় পাঁচ উইকেট। তারপরেই আশ্বিনের রেটিং পয়েন্ট নেমে দাঁড়ায় ৮৬৯-এ। জসপ্রীতের রেটিং পয়েন্ট ৮৭০ -এ পৌঁছয়। মাত্র এক পয়েন্টের ব্যবধানে রবিচন্দ্রন আশ্বিনকে (Ravichandran Aswin) পেছনে ফেলে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করেন জসপ্রীত বুমরা। দ্বিতীয় স্থানে রবিচন্দ্রন আশ্বিন। উল্লেখ্য যে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই জসপ্রীত বুমরা আইসিসির বোলারদের ক্রমতালিকায় শীর্ষ স্থানে পৌঁছেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয়ের পরে পুনরায় তিনি শীর্ষ স্থান ফেরৎ পেলেন। অন্যদিকে, আইসিসির বোলারদের টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে প্রথম দশে জায়গা করে নেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। তিনি উক্ত ক্রমতালিকার ৮০৯ পয়েন্ট নিয়ে ছয় নম্বর স্থানে রয়েছেন।
ছবি : সংগৃহীত
