Sasraya News

Thursday, March 13, 2025

Jalpaiguri : দলিত বিধবাকে গণধর্ষণের অভিযোগ জলপাইগুড়িতে

Listen

সাশ্রয় নিউজ ★জলপাইগুড়ি : দলিত বিধবাকে জোর করে ধারাল অস্ত্রের ভয় দেখিয়ে গণধর্ষণের অভিযোগ দুষ্কৃতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটে জলপাইগুড়ির ধূপগুড়িতে। মহিলা দাবি করেন, তিনি বাড়িতে একাই থাকেন। ১৩ তারিখ ক’য়েকজন গলায় ধারাল অস্ত্র ধরে তাঁকে তুলে নিয়ে যায়। তিনজন দুষ্কৃতি তাঁকে গণধর্ষণ করে একটি জঙ্গলে ফেলে যায় বলে তিনি থানায় লিখিত অভিযোগ জানান। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পেয়ে নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হয়। এবং পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিন জন। আরও একজন পলাতক বলে উল্লেখ। পুলিশ সূত্রে উল্লেখ, তাঁর খোঁঁজে তল্লাশি চলছে। পুলিশ সূত্রে এ-ও জানা যায়, ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। জলপাইগুড়ি আদালতে তাঁদের তোলা হবে। 

ছবি : প্রতীকী 

আরও পড়ুন : Parambrata Chattopadhyay : পিয়াকে বিয়ের পরে হঠাৎ কী বললেন পরম, সকলে চমকে গেলেন!

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment