Sasraya News

Friday, March 14, 2025

Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার

Listen

সাশ্রয় নিউজ ★ লালবাগ : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার। নিজের ঘর থেকে উদ্ধার ড. সুমন নেহাল (৩৭) নামে ওই অধ্যাপকের দেহ। জানা যায়, সুমন বাবু, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াতেন। তাঁর বাড়ি, মুর্শিদাবাদ লালগোলা থানার বালিপাড়ায়। পরিবার সূত্রে খবর পরশু দিন বাড়ি ফেরেন সুমন। মঙ্গলবারই তাঁর কলকাতা ফেরার কথা ছিল। পুলিশ প্রাথমিক তদন্তে মনে করছেন, আত্মহত্যা করেছেন ওই অধ্যাপক। কিন্তু, এরই ভেতর কেন ওই তিনি আত্মহত্যা করলেন স্পষ্ট নয় কারও কাছেই বলে পরিবার সূত্রে উল্লেখ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মৃত্যুতে শোকবিহ্বল ছাত্রছাত্রীরা। বছর  দুই আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য সামন্তক দাস-এর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চঞ্চল্য তৈরি হয়। ফের এই ঘটনা ভাবাচ্ছে সকলকে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

 -প্রতীকী ছবি 

আরও খবর : Digha : দীঘায় ঘুরতে গিয়ে ধর্ষণের ধর্ষণের শিকার এক তরুণী

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment