Sasraya News

Wednesday, March 12, 2025

Jackky Bhagnani-Rakul Preet Singh : বিয়ের পর মধুচন্দ্রিমায় কোথায় গেলেন জ্যাকি-রাকুল!

Listen

সাশ্রয় নিউজ ★ বিনোদন ডেস্ক : সম্প্রতি সাত পাকে বাধা পড়েছেন জ্যাকি-রাকুল (Jackky Bhagnani-Rakul Preet Singh) ২১ ফেব্রুয়ারি তাঁদের জাঁকজমক বিয়ের অনুষ্ঠানে বসে তারকা হাট।

অমৃতসর স্বর্ণ মন্দিরে রাকুল-জ্যাকি পরিবারের সঙ্গে

 

বিয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আমন্ত্রিত ছিলেন। কিন্তু তিনি সেদিন উপস্থিত থাকতে পারেননি। শুভেচ্ছা জানিয়েছিলেন নবদম্পতিকে। গোয়ায় বিয়ের অনুষ্ঠান শেষ করেই জ্যাকি (Jackky Bhagnani) ও রাকুল (Rakul Preet Singh) সংসার পাতেন মুম্বাইয়ে। তাঁদের ভক্তরা আশা করেছিল, একটি অন্য রকম ডেস্টিনেশন হয়ত হানিমুনে (Honeymoon) যাবেন নবদম্পতি।

অমৃতসর স্বর্ণ মন্দিরে জ্যাকি ও রাকুল।
অমৃতসর স্বর্ণ মন্দিরে জ্যাকি ও রাকুল।

 

তাঁদের মধুচন্দ্রিমা (Honeymoon) অন্য রমমই হল। আর ক’য়েক জনের মতো বিদেশে নয়, পরিবার নিয়ে অমৃতসর স্বর্ণ মন্দিরে গিয়ে পুজো দিলেন। রাকুলের ইন্সটাগ্রাম স্টোরিতে মেলে তারই ঝলক। সেখানে দেখা যায় হলুদ পোশাকে রাকুল প্রীত সিং ও লাল পাঞ্জাবি পরে ছিলেন তাঁর বর জ্যাকি ভাগনানি।

ছবি : সংগৃহীত 

আরও খবর : MS Dhoni : ধোনির অবসর নিয়ে জল্পনায় জল ঢাললেন ধোনিরই বন্ধু

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment