



সাশ্রয় নিউজ ★ কালনা : বৃহস্পতিবার কালনা হিন্দু বালিকা উচ্চ বিদ্যালয় সমাজ সংস্কারক, নারীর শিক্ষার ও নারী মুক্তির অগ্রদূত, বিধবা বিবাহের প্রবর্তক, বর্ণপরিচয় এর উদগাতা, জনহিতৈষী, দয়ার সাগর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (Iswar Chandra Vidyasagar) -এর ২০৪ তম জন্ম জয়ন্তী উদযাপিত হল শ্রদ্ধার সঙ্গে।
বিশেষ দিনটিতে শিক্ষিকা, শিক্ষা কর্মী এবং ছাত্রী বৃন্দসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ, গান, কবিতা আবৃত্তি, বক্তব্যের মধ্যে দিয়ে পালন করলেন।
বিদ্যাসাগর মহাশয়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলী জানান উপস্থিত সকলেই। এদিন প্রথমে উদ্বোধনী সংগীত ‘আগুনের পরশমণি… ‘ দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর প্রদীপ প্রজ্জলন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্তা প্রধান শিক্ষিকা শ্রীমতী ফাল্গুনী মল্লিক।
তারপর বিদ্যালয়ের ছাত্রীদের গান ‘তুমি নির্মল কর…’ কবিতা ‘আদর্শ ছেলে’ এছাড়া বক্তব্য এবং আনন্দলোক ও বিদ্যালয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
বিদ্যালয় শিক্ষার্থীরদের প্রতি বিদ্যাসাগরের অসামান্য দানের কথা আলোকপাত করেন বিদ্যালয় শিক্ষিকা শ্রীমতী মমতা রায় চৌধুরী এবং সমগ্র তিনিই অনুষ্ঠানটি সঞ্চালনাও করেন। এদিনের অনুষ্ঠানে সকলের কাছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়।
