Israel-Hamas Conflict : গাজায় আটকে থাকা ভারতীয়দের ফেরানো বিষয়ে কী মন্তব্য বিদেশ মন্ত্রকের? 

SHARE:

গাজায় আটকে থাকা ভারতীয়দের ফেরানো বিষয়ে কী মন্তব্য বিদেশ মন্ত্রকের? 

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : গাজায় আটকে চারজন ভারতীয়। হামাস-ইজরায়েল যুদ্ধে তপ্ত প্যালেস্তাইন ও ইজরায়েল। যুদ্ধের ভেতর ভারতীয় আটকে থাকার ঘটনায় ভারতের বিদেশ মন্ত্রক একটি বিবৃতি প্রকাশ করে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে জানান, ‘বর্তমানে গাজার পরিস্থিতি খুবই উদ্বেগজনক। ফলে সেখান থেকে এখনই কাউকে ফেরান সম্ভব না। একটা সামান্য সুযোগ পেলেই আমরা তাঁদের ফিরিয়ে আনব।’ উল্লেখ্য, চলতি সপ্তাহে আল-আহদি হাসপাতালে বিস্ফোরণে মৃত্যু হয় অন্তত পাঁচশ জনের। প্যালেস্তাইন দাবি করে ইজরায়েল হামলা চালায় হাসপাতালে। উল্টো দিকে, প্যালেস্তাইনে দাবি অস্বীকার করে ইজরায়েল। ইজরায়েল ডিফেন্স ফোর্স বলে, হাসপাতালে হামলা করে হামাসের সহযোগী সংগঠন ‘ইসলামিক জিহাদ ‘। উল্লেখ্য যে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও জানান, হাসপাতালে হামলার পেছনে ইজরায়েলের কোনও হাত নেই। ঘটনায় ব্রিটেন ইজরায়েলের পাশে দাঁড়ায়।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন