Sasraya News

Saturday, February 8, 2025

ISF : প্রার্থী তালিকা ঘোষণা করল ISF

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করল ইণ্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা ISF। মোট আটটি আসনে প্রার্থী ঘোষণা করেছে নওশাদ সিদ্দিকী’র দল।

আইএসএফ প্রথম দফায় যে প্রার্থীদের নাম ঘোষণা করে, দেখা গিয়েছে বারাসত লোকসভা আসনে প্রার্থী হয়েছেন তাপস বন্দ্যোপাধ্যায়। এছাড়াও জয় নগর লোকসভা কেন্দ্রে প্রার্থী মেঘনাদ হালদার। মথুরাপুর লোকসভা কেন্দ্র অধ্যাপক অজয় কুমার দাস, মালদহ উত্তর লোকসভা কেন্দ্রে মহম্মদ সোহেল, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সাহরিয়ার মল্লিক (বাপি), মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে হাবিব শেখ, ঝাড়্গ্রাম লোকসভা কেন্দ্রে অধ্যাপক বাপি সোরেন ও বসিরহাট লোকসভা কেন্দ্রে মহম্মদ শহিদুল ইসলাম মোল্লা লোকসভা নির্বাচনে ISF -এর প্রার্থী হিসেবে লড়বেন। তবে অন্যান্য আসনের মতো চোখ, যাদবপুর ও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের দিকে। এই কেন্দ্র দু’টিতে এখনও প্রার্থী ঘোষণা করেনি দলটি। সূত্রের খবর, যাদবপুর আসনে বাম প্রার্থী পছন্দ নয় আইএসএফ-এর। এজন্য বামেদের কাছে তাঁদের উষ্মার কথাও জানান বলে উল্লেখ। তবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী’র লড়ার গুঞ্জন শোনা যায়। আদৌ ওই কেন্দ্রে নওশাদকে বামেরা সমর্থন করেন কি-না তা বামেদের পরবর্তী প্রার্থী তালিকা সামনে আসা পর্যন্ত সকলকেই অপেক্ষা করতে হবে। ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Arvind Kejriwal : অরবিন্দ কেজরীওয়ালের বাড়িতে ইডি, বাতিল রক্ষাকবচ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment