



সাশ্রয় নিউজ ★ মুম্বাই : বিয়ে করলেন আমির কন্যা ইরা খান (Ira Khan Wedding) নূপুর শিখরের সঙ্গে গত বছর নভেম্বরেই বাগদান সেরে ফেলে ছিলেন।

সইসাবুদ করে বিয়ে Ira khan and Nupur Shikhre Wedding) হয় তাঁদের। ইরার গায়ে হলুদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খান-এর দুই প্রাক্তন স্ত্রী রীণা ও কিরণ। সংবাদ সূত্রে খবর ছিল, বিয়েতে কারও থেকে কোনও উপহার নেননি আমির কন্যা (Amir Khan) ইরা। বুধবার অভিনবভাবে প্রায় ৮ কিমি দৌড়ে ইরাকে বিয়ে করতে যান নূপুর।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Punjab-Ludhiana : তেলের ট্যাঙ্কারে আগুন লুধিয়ানায়
