



সাশ্রয় নিউজ ডেস্ক ★ বেঙ্গালুরু : ১৯১ রানেই গতকাল শেষ হয়ে যায় চেন্নাই সুপার কিংসের এ বছরের আইপিএল (IPL 2024) অভিযান। প্রথমে ব্যাট করে রয়াল চ্যালেঞ্জার বেঙ্গালুরু (RCB) ২১৮ রান করে। কিন্তু ১৯১ রানেই থেমে যায় সিএসকে (CSK) সেমিফাইনাল খেলার আনন্দে মেতে ওঠেন বিরাট কোহলিরা (Virat Kohli)। এদিন আরসিবি (RCB) ক্রিকেটারদের উদ্দেশ্যে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন (Micle Von) ক্ষোভ প্রকাশ করেন। তাঁর মতে বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হয়ত এটিই শেষ ম্যাচ। যদিও তিনি এখনও অবসর ঘোষণা করেননি। তবে হাঁটুর চোটে জেরবার বছর ৪১ এর ধোনি আগামী আইপিএল খেলবেন কিনা নিশ্চিত নন কেউ-ই। এহেন ক্ষেত্রে আরসিবি ক্রিকেটাররা ম্যাচ শেষে ধোনির সঙ্গে হাতও মেলাননি বলে ক্ষোভ ভনের। তিনি বলেন, “আমরা জানি না, এটা ধোনির শেষ ম্যাচ কিনা! হয়ত এটাই শেষ। কিন্তু ধোনির সঙ্গে হাত মেলাতে যেতে দেরি করে। ওঁর মতো একজন কিংবদন্তীকে দাঁড়িয়ে থাকতে হয়! হাত মিলিয়ে নেওয়ার পরেও তো আনন্দ করা যেতে পারত।” ভন আরও বলেন যে, “আরসিবি-এর বিশাল সমর্থক। বুঝতে পারছি ওরা কখনও আইপিএল জেতেনি। তাই প্লে-অফে উঠে ওরা আনন্দ করছে।”
ছবি : সংগৃহীত
আরও খবর : Lok Sabha Election 2024 Phase 5 : রাত পোহালেই পঞ্চম দফার ভোট
