



সাশ্রয় নিউজ ★ কলকাতা : KKR ইডেনে শনিবার প্রথমে ব্যাট করে ২০৯ রানের লক্ষ্যমাত্রা রাখে শনিবার। শুরুতে নাইটদের ব্যাটিং লাইন আপ দেখে অনেকেই মনে করেছিলেন, ইডেনে হয়ত সানরাইজার্স হায়দরাবাদের (SRH) কাছে পরাজয় দিয়ে ম্যাচ IPL যাত্রা শুরু করবে রিঙ্কুরা। কিন্তু ইডেনে ব্যাটিং ঝড় তুললেন আন্দ্রে রাসেল। কেকেআর-এর এই ব্যাটার হাল না ধলে সোমবার ইডেন ম্যাচে হার নিশ্চিত ছিল বলে বিশেষজ্ঞ মহলের মত। এদিন রাসেল ২৫ বলে ৬৪ রানের ইনিংস খেলে দলের স্কোর ২০৮ -এ নিয়ে যান। কেকেআর হারায় ৭ উইকেট। রাসেলের ৬৪ রানের স্কোরের ভেতর ৭ টি ওভার বাউন্ডারি ও ৩ টি বাউন্ডারি রয়েছে। ম্যাচটি জেতে কেকেআর। ছবি : সংগৃহীত
আরও খবর : Weather update : দোলে বৃষ্টি, হলুদ সতর্কতা আট জেলায়
