Sasraya News

Friday, March 14, 2025

Indo-Nepal International Championship 2024 : ইন্দো নেপাল ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে জোড়া গোল্ড ভারতের

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কালনা : ইন্দো-নেপাল গেমসে (Indo-Nepal International Championship 2024) মেডেল পেল রোকেয়া সুলতানা। এই গেমসে ৫ কিমি দৌড় প্রতিযোগিতায় সোনা জেতেন পূর্ব বর্ধমানের কন্যা। সূত্রের খবর, জাতীয় ইয়ুথ গেমস্র অংশ নিতে পেরেছিলেন না রোকেয়া। জানা যায়, উত্তরপ্রদেশের আগ্রায় অনুষ্ঠিত তাঁর ট্রেনের টিকিট নিশ্চিত না হওয়ায় অংশ নিতে পারেননি। তবে নেপালে অনুষ্ঠিত ইন্দো নেপাল ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ অংশ নেন রোকেয়া সুলতানা। পাঁচ কিমি দৌড়ে গোল্ড মেডেল জিতলেন পূর্বস্থলী ২ ব্লকের এই কন্যা। তিনি ওই ব্লকেরই গোবিন্দপুরের বাসিন্দা। নেপালে ৬-১০ আগস্ট বসেছিল ওই আসর। উল্লেখ্য, রোকেয়া সুলতানা একটি কৃষক ঘরের কন্যা। পড়াশোনা করেন দোগাছিয়া উচ্চ বিদ্যালয়ে। সূত্রের খবর যে, তিনি অনূর্ধ্ব ১৯ পাঁচ কিমি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল অর্জন করেন। শুধু রোকেয়াই নন, এছাড়াও ওই প্রতিযোগিতার ১০০ মিটার দৌড়ে গোল্ড মেডেল জেতেন সুলেইমান। সুলেইমান পূর্বস্থলী ১ ব্লকের নসরতপুর পারুলডাঙা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। ওই স্কুলের একাদশ শ্রেণির ছাত্র। ছাত্রের গোল্ড মেডেল জয়ে পারুলডাঙ্গা নসরতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সন্তোষকুমার ঘোষ খুশি। তিনি জানান, ‘সুলাইমান পড়াশোনার পাশাপাশি অ্যাথলেটিকসে খুবই পারদর্শী। বাবা ইসমাইল সেখ নির্মাণ শ্রমিক, তাই পরিবার তেমন স্বচ্ছল নয়। আগামীতে সুলাইমানের আরও সাফল্য অর্জনে তার আর্থিক সহায়তার প্রয়োজন।’

ছবি : সংগৃহীত

আরও খবর : Purba Burdwan : বজ্রপাতে প্রাণ হারালেন পরিযায়ী শ্রমিক

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment