Sasraya News

Saturday, February 8, 2025

Indian student shot dead in car in Canada : কানাডায় গুলি করে ভারতীয় ছাত্রকে হত্যা

Listen

সাশ্রয় নিউজ ★ আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় ছাত্র গুলিবিদ্ধ কানাডায়। দক্ষিণ ভ্যাঙ্কুভারে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা গুলি করে হত্যা করে একজন ভারতীয় ছাত্রকে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর যে, ১২ এপ্রিল গাড়ির ভেতর খুন হন চিরাগ আন্তিল (২৪) নামে ওই ছাত্র। ওইদিন ৫৫ নম্বর অ্যাভিনিউয়ে গুলির শব্দ শোনা যায় বলে উল্লেখ। এর পর পুলিশ এসে ওই ছাত্রকে গাড়ির ভেতর গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। মৃত ছাত্র হরিয়ানার বাসিন্দা। চিরাগ খুনে কানাডা পুলিশ তদন্ত শুরু করলেও খুনি অধরা। চিরাগের দাদা সংবাদ মাধ্যমে জানান, ‘আমার ভাই কোমল হৃদয়ের ছেলে। রোজ রাতে ফোনে কথা হত। হত্যাকাণ্ডের আগেও ভাইয়ের সঙ্গে কথা বলেছি। ওর সঙ্গে কারও সঙ্ঘাত বাধতে পারে না। ভীষণ শান্ত মানুষ ছিল।’ এও জানা যায় যে, চিরাগ আন্তিল ২০২২ সালে কানাডার পশ্চিম ইউনিভার্সিটিতে এমবিএ করতে যান। এবং সম্প্রতি তাঁর এমবিএ সম্পন্নও হয়। -সংগৃহীত ছবি 

আরও খবর : MS Dhoni : আসলেন, জয় করলেন, ফিরে গেলেন

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment