



কলকাতা কাশ্মীর রেল সময়ের অপেক্ষা
সাশ্রয় নিউজ ★ কলকাতা : ভূ-স্বর্গের সঙ্গে কলকাতার সরাসরি রেল যোগাযোগ খুব শীঘ্রই শুরু হবে বলে খবর। চেনাব নদীর ওপর ব্রীজ পরিদর্শন করার পর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এমনই জানান বলে উল্লেখ। অনেকেই মনে করেন, জম্মু-কাশ্মীরের সঙ্গে কলকাতা রেল যোগাযোগ শুরু হলে পর্যটন শিল্প আরও লাভজনক জায়গায় পৌঁছবে। তেমনি ভূ-সর্গের সঙ্গে কলকাতার ব্যবসা-বানিজ্যের উন্নতি ঘটবে। চেনাব ব্রীজের কাজ প্রায় শেষের দিকে বলে রেল দপ্তর সূত্রে জানানো হয়। রেলমন্ত্রীর কথায়, এই বছরের ডিসেম্বর মাস বা আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের ভেতরই শুরু হবে কলকাতা ও জম্মু-কাশ্মীর রেলপরিষেবা। এর ফলে কলকাতা থেকে জম্মু-কাশ্মীর ও জম্মু-কাশ্মীর থেকে কলকাতা যাতায়াতের সময় অনেক কমে যাবে বলেই রেলদপ্তর সূত্রে উল্লেখ।
