Sasraya News

Incident : যুবকের মৃত্যকে কেন্দ্র করে উত্তেজনা 

Listen

যুবকের মৃত্যকে কেন্দ্র করে উত্তেজনা 

সাশ্রয় নিউজ : একজন যুবকের মৃত্যকে কেন্দ্র করে ভাঙভুর চলেছে বলে জানা যাচ্ছে। মৃত যুবকের নাম সঞ্জয় সোরেন। বছর ৩৪-এর ওই যুবকের ঘটনার উত্তেজনা ছড়ায় গ্রামটিতে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুরে। কী ভাবে যুববকের মৃত্যু হল, এই নিয়ে এখনও ধন্দে পরিবারের লোকজন ও স্থানীয়রা। 

    কোতুলপুরের দেশড়া রামপুরে রবিবার সকালে একজন যুবকের মৃতদেহ রাস্তায় দেখতে পান মানুষজন। তাঁরাই যুবকের দেহ তাঁর বাড়ি নিয়ে যান বলে জানা যায়। এরপরই এলাকার মানুষ উত্তেজিত হয়ে ওঠে। প্রায় ১০ টি বাড়িতে উত্তেজিত জনতা ভাঙচুর চালায় বলে জানা গেছে। 

    পরিবারের অভিযোগ, পাড়ার কিছু বাড়িতে বেআইনিভাবে মদ বিক্রি হয়। আর ওই মদ খেয়েই সঞ্জয় সোরেনের মৃত্য হয়েছে বলে পরিবারের দাবী। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read