



মালদহে জমি বিবাদকে কেন্দ্র করে আহত ১৩
সাশ্রয় নিউজ : মালদহে জমি বিবাদকে কেন্দ্র করে মারামারি হয় দু-পক্ষের ভেতর। রক্তপাতের মতন ঘটনা ঘটেছে। দু-পক্ষের ১৩ জন আহত হয়েছে। ঘটনার সুত্রপাত জিজ্ঞল অঞ্চলের লক্ষণপুর-মিসকিমপুরে। আফতাবউদ্দিন রাহানুল-এর মধ্যে জমির সংক্রান্ত বিবাদকে বিগত ক’য়েকমাস থেকে বলে, সুত্রের খবর। মঙ্গলবার সকালে এলাকায় তীব্র উত্তেজনা ও মারামারির ঘটনার খবর পেয়ে হরিশচন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছন।
