



নাবালিকার দেহ উদ্ধার জাঙ্গিপাড়ায়, ধর্ষণ করে খুনের অভিযোগ
সাশ্রয় নিউজ : জাঙ্গিপাড়ায় নাবালিকার দেহ উদ্ধার হয়েছে। এলাকায় সিভিল ডিফেন্স তল্লাশি চলছে। লক্ষ্মীপুজোয় বাবা মায়ের চোখে জল। ধর্ষণ করে খুনের অভিযোগ। মৃতার বাড়িতে রাজনৈতিক নেতাদের যেতে বাধা প্রতিবেশিদের। পৌঁছয়, বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা জানান, ‘প্রিয়াঙ্কা জানান 12 বছরের বালিকাকে ধর্ষণ করে খুন! যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। পরিবার অনুমতি দিলে মামলা হাইকোর্টে নিয়ে যাব বলে জানালেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা। দুষ্কৃতিদের ফাঁসির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
