Sasraya News

Friday, March 28, 2025

Icc ODI World Cup 2023 Aus vs NZ Match : পাঁচ রানে জিতল অস্ট্রেলিয়া

Listen

পাঁচ রানে জিতল অস্ট্রেলিয়া

সাশ্রয় নিউজ ★ ধরমশালা : ধর্মশালায় নিউজিল্যান্ডেকে ৫ রানে হারাল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ৩৮৮ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৯ উইকেটে ৩৮৩ রান করল। এদিনের ম্যাচে বিশ্বকাপ অভিষেক হয়, অস্ট্রেলিয়ার ক্রিকেটার হেড-এর। ৫৯ বলে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দেন হেড।

অস্ট্রেলিয়ার ৩৮৮ রান তাড়া করতে নেমে ৩৮৩ রানেই ইনিংস সমাপ্ত হল। হাতে একটি উইকেট থাকলেও কাজে এল না রবীন্দ্রা ১১৬ রান। নিউজিল্যান্ডের ওপেনাররা তেমন দাগ রাখতে না পারলেও মিডল অর্ডারে ব্যাটতে এসে রবীন্দ্রা ৮৯ বলে ১১৬ রানের ঝড়ো ইনিংস খেললেন। এই স্কোরের ভেতর রবীন্দ্রা ৫ টি ৬ ও ৯ টি ৪ মারেন। তিনি ক্যাচ আউট হন কামিন্সের বলে। মিচেল ৫৪ রান করেন। ৩৯ বলে ৫৮ রান করেন নিশাম।

অ্যাডাম জাম্পা ৫ উইকেট পেছেন। হ্যাজালড, কামিন্স ২ টি করে উইকেট পান। একটি উইকেট পেয়েছেন গ্রেন ম্যাক্সওয়েল। অজিদের ফর্ম ফিরে পাওয়ায় উচ্ছ্বাস অজি সমর্থকদের ভেতর।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment