



ভারত নিউজিল্যান্ড ম্যাচে হার্দিকের খেলা অনিশ্চিত
সাশ্রয় নিউজ ★ কলকাতা : পুণে ম্যাচে গোড়ালিতে চোট পান হার্দিক পাণ্ডিয়া। খোড়াতে খোড়াতে মাঠ থেকে বেরিয়ে যেতে হয়। ভারত ও বাংলাদেশ ম্যাচে ওই সময় বল করছিলেন হার্দিক। ওভারের তিন বল বাকি। বাংংলাদেশের ওপেনিং জুটি ক্রিজে সেট হয়ে যায়। নিজের বলে ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে গুরুতর চোট পান ভারতীয় ক্রিকেটার। সূত্রের খবর, তাঁর স্ক্যান হয়। বিশ্রাম নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। সুতরাং ভারত ও নিউজিল্যান্ডের ভেতর পরবর্তী ম্যাচে খেলবেন না হার্দিক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার পরে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। ওই ম্যাচের আগেই হার্দিক দলে ফিরবেন বলে উল্লেখ।
-ফাইল চিত্র
