



সেমিফাইনালে পাকিস্তান ইডেনের পিচ ম্যাজিকে ভরসা
সাশ্রয় নিউজ ★ কলকাতা : আজ ইডেনে ইংল্যান্ড পাকিস্তান ম্যাচ। এই ম্যাচই ভাগ্য নির্ধারণ করবে পাকিস্তানের। তবে বড় কঠিন জয়ের পথ তৈরি করা বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অনেকগুলি পথ অতিক্রম করতে হবে পাকিস্তানকে। তবে ইডেনের পিচে দক্ষিণ আফ্রিকার বোলার ও ব্যাটাদের প্রতিহত করা খুব সহজ হবে না বলেই মত ক্রীড়া বিশেষজ্ঞদের।বাবর আজমের দলকে সেমিফাইনালে নিজেদের জায়গা দখল করতে ব্যাটে বলে সবেতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ পারফরম্যান্স করতে হবে বলে উল্লেখ। আর সেটা অতটা সহজ হবে না। কারণ চাম্পিয়নস ট্রফিতে অনেকটাই এগিয়ে গিয়েছে ইংল্যান্ড। আর এই ইডেন ম্যাচ হারলে তাঁরা আরও পিছনে চলে যাবে।
