



সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুর্শিদাবাদ : তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ূন কবীরের (Humayun Kabir) বিরুদ্ধে এফ আই আর দায়ের IMA এর পক্ষ থেকে। আই এমএ-এ সূত্রের খবর যে, ভরতপুরের বিধায়কের কথায় নিরাপত্তাহীনতায় চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান সম্পর্কে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবীর মন্তব্য করেছিলেন, “যেকোনও মৃত্যুই দুঃখজনক। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নির্যাতিতার দোষীদের কঠোরতম শাস্তি আমরাও চাই। আন্দোলনকারীদের দাবি মেনে সিবিআই তদন্তও হচ্ছে। তা বলে আন্দোলনকারী চিকিৎসকরা দিনের পর দিন কর্মবিরতি পালন করে যাবেন, এই জিনিস আর বরদাস্ত করব না।” তিনি এ বিষয়ে আরও বলেন যে, “ডাক্তাররা সরকারি ভাতা-বেতন নিচ্ছেন, মানুষকে পরিষেবা দেওয়া তাঁদের দায়িত্ব, সেই জায়গায় আমরা হাত দিলে তখন কী হবে? দিনের পর দিন পরিষেবা বন্ধ করলে প্রতিরোধের অধিকার আমাদেরও আছে, পাবলিক মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবেন কেন? ডাক্তারদেরও ঘেরাওয়ের অধিকার সংবিধান আমাদের দিয়েছে।” ভরতপুরের বিধায়কের এহেন মন্তব্যের পরিপ্রেক্ষিতেই IMA আইনের পথে। দায়ের এফআই আর। এমনকী, এই পরিপ্রেক্ষিতে তাঁরা মুর্শিদাবাদ জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেন বলে উল্লেখ।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Sitaram Yechury : প্রয়াত সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি
