



মানবিক পদক্ষেপ মানবাধিকার সংগঠনের
সানি সরকার ★ সাশ্রয় নিউজ : শহরে শীতের আমেজ অনুভূত হলেও, শীতের প্রকৃত স্পর্শ টের পাচ্ছেন মহানগর থেকে অনেক দূরের গ্রাম-বাংলা। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার অধিকাংশ প্রান্তিক জনজীবনে সেই অর্থে অর্থনৈতিক চাকচিক্য এসে পৌঁছয়নি। গ্রামীণ দিন আনা দিন খাওয়া মানুষদের অবস্থা, খুব যে ভাল তা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না। কারণ গ্রামীণ মুর্শিদাবাদের অধিকাংশ গ্রাম-সমীক্ষা করলে দেখা যাবে, তরুণ যুবক গ্রাম ছেড়ে পরিযায়ী হয়েছেন! অবাক হলেও সত্যি, একদা নবাবের জেলায় বানিজ্য করতে আসত, দেশ দেশান্তর থেকে! কিন্তু বিগত কয়েক বছর থেকে নবাবের জেলার গ্রামীণ জীবনের সঙ্গে লড়তে থাকা যুবকরা ভীনরাজ্য এবং কেউ কেউ ভীন দেশে পাড়ি জমিয়েছেন। এই চিত্র মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, মালদা সহ পশ্চিমবঙ্গের প্রায় জেলার প্রায় গ্রামেরই!
মানবাধিকার সংগঠন এস সি পি ডি আর মুর্শিদাবাদ জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলায়, মানবাধিকার সংক্রান্ত কাজ করে চলেছে মানুষের জন্য। এই মানবাধিকার সংগঠনের কর্মীরা সতর্ক দৃষ্টি রাখছেন, কোথায় মানবাধিকার খর্ব হচ্ছে! আর সেখানেই পৌঁছে গিয়ে তাঁরা মানুষের পাশে দাঁড়াচ্ছেন বলে জানান, এস সি পি ডি আর-এর সর্বভারতীয় সহ-সভাপতি দীপক কর।
সম্প্রতি মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ থানার প্রসাদপুরে ‘গোকুলপুর মানব কল্যাণ সমিতি’ আয়োজন করেছিল বস্ত্র বিতরণের। দুস্থ মানুষ, শিশু, বয়স্ক, প্রতিবন্ধীদের হাতে শীতে গরম পোশাক তুলে দেন এস সি পি ডি আর-এর কর্মীরা। এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিউম্যান রাইটস অর্গানাইজেশন-এর সর্বভারতীয় সহ-সভাপতি দীপক কর সহ এস সি পি ডি আর-এর কর্মীরা।
