



সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : হৃতিক রোশন (Hrithik Roshan) ও সুজান (Sussanne Khan) খান বৈবাহিকভাবে বিচ্ছিন্ন হন ২০১৪ সালে। বিবাহবিচ্ছেদের পরেও তাঁদের বন্ধুত্ব অটুট। হৃতিক ও সুজানের দুই সন্তানও বর্তমান।

অন্যদিকে দু’জনেই অন্য সম্পর্কে রয়েছেন বলে বি-টাউনের ফিসফাস। হৃতিক ও অভিনেত্রী সাবা আজাদের সম্পর্কের চর্চায় ইতিমধ্যে প্রচুর নিউজপ্রিন্ট ভরেছে। তবে সুজানকে নিয়েও কম চর্চা হয়নি! সূত্রের খবর যে, সুজান নতুন সম্পর্কে রয়েছেন আর্সালান গোনির সঙ্গে। তবে সুজানের মা একটি সাক্ষাৎকারে জানান, তাঁর কাছে হৃতিক সারা জীবন ছেলে হবে থাকবে। তিনি আরও বলেন, “আজ হয়তো ওদের সম্পর্ক নেই। তবে হৃতিক সারা জীবন আমার ছেলে হয়ে থাকবে, আমার স্নেহ পাবে। ও অসম্ভব ভাল মানুষ। ওরা দু’জন স্বামী-স্ত্রী না থাকলেও ওদের বন্ধুত্ব আগের মতোই অটুট। ওরা সন্তানদের মধ্যে দু’জনের ভাল গুণগুলি সঞ্চারিত করতে পেরেছে। আমি খুশি ওরা পারস্পরিক সম্মান বজায় রেখে সবটা করেছে।” সুজান ও হৃতিক যে নতুন মনের মানুষ পেয়েছেন, তাতেও আনন্দিত সুজানের মা। কিন্তু তাঁর কাছে হৃতিক আদালা জায়গা নিয়ে আছেন তা-ও মনে করিয়ে দিতে তিনি ভোলেননি।
ছবি : সংগৃহীত
আরও খবর : WhatsApp : হোয়াটস অ্যাপ ইউনিভার্সিটি
