



সাশ্রয় নিউজ : হাওড়া : পিকনিক করতে গিয়ে নৌকাডুবি (Boat Capsize) রূপনারায়ণে। নৌকাটিতে ১৮ জন যাত্রী ছিলেন। উদ্ধার ১৩ জন। নিখোঁজ ৫জনের মধ্যে ২ জন শিশু। শেষ খবর, এনডিআরএফ ডিজাস্টার ম্যানেজমেন্ট-এর দল ও স্থানীয় নৌকার মাঝিদের চেষ্টায় ওই ১৩ জনকে উদ্ধার করা হয় বলে সূত্রের খবর। প্রশাসন সূত্রে জানা যায়, মানকুন্ডু থেকে একটি পিকনিকের জলপথে নৌকাভ্রমণ করে পশ্চিম মেদিনীপুরের ত্রিবেণী পার্কে যান। সেখান থেকে তাঁরা ফেরার পথে রূপনারায়ণ নদীতে (Rupnarayan) নৌকাডুবির ঘটনা ঘটে। যাত্রীদের অভিযোগ, নৌকাটিতে জল ঢুকছিল ও নড়বড়ে অবস্থায় ছিল। মাঝির দৃষ্টি আকর্ষণ করলেও তিনি তা অবহেলা করেন। উল্লেখ্য, যাত্রীদের বাড়ি অনেকেই হাওড়ার বেলগাছিয়া লিচুবাগান, মানকুর এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া, জেলাশাসক পি দিপাপপ্রিয়া, আমতার বিধায়ক সুকান্ত পাল প্রমুখ। -প্রতীকী ছবি
আরও খবর : Delhi : দিল্লিতে ধর্ষিত দার্জিলিংয়ের যুবতী
